উডবার্ন ওয়ার্ডের পথে সুদীপ। —নিজস্ব চিত্র।
রোজ ভ্যালি কাণ্ডে অভিযুক্ত তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হল। বুধবার বিকেলে তাঁকে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করানো হয়।
রোজ ভ্যালি মামলায় দিন কয়েক আগেই ওড়িশা হাইকোর্টে জামিন পান সুদীপ বন্দ্যোপাধ্যায়। ওই মামলায় সিবিআইয়ের অভিযোগ ছিল, নিজের পদ ও ক্ষমতার অপব্যবহার করে রোজ ভ্যালি থেকে নিয়মবহির্ভূত ভাবে আর্থিক সুযোগসুবিধা নিয়েছেন সুদীপ। মামলা চলাকালীন ভুবনেশ্বরের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সিবিআইয়ের প্রভাবশালীর তত্ত্ব খারিজ করে মূলত সাংসদের শারীরিক অসুস্থতার কারণেই তাঁকে জামিন দেয় হাইকোর্ট।
আরও পড়ুন
মনুয়া-অনুপমের এই ভিডিও দেখলে কে বলবে...
সুদীপবাবুকে এ দিন বিকেলে উডবার্ন ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। —নিজস্ব চিত্র।
জামিন পাওয়ার পর রবিবার তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়। কলকাতা বিমানবন্দর থেকেই তাঁকে সরাসরি অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ দিন বিকেল ৪টে নাগাদ সেখান থেকেই তাঁকে এসএসকেএমে স্থানান্তরিত করা হল। তাঁকে উডবার্ন ওয়ার্ডের সাড়ে ১২ নম্বর কেবিনে রাখা হয়েছে। সাধারণত, ভিআইপি-দের জন্য বরাদ্দ থাকে ওই কেবিন।
২০১৪ সাল থেকেই অগ্ন্যাশয়ের অসুখে ভুগছেন সুদীপবাবু। তখন থেকেই বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে চিকিৎসাধীন ছিলেন তিনি। সম্প্রতি হার্টের সমস্যাও ধরা পড়ে তাঁর। এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, কার্ডিওলজিস্ট ডি পি সিংহের তত্ত্বাবধানে চিকিৎসা চলবে সুদীপবাবুর। তবে কী ভাবে তাঁর চিকিৎসা এগোবে তা নিয়ে কোনও মন্তব্য করেননি হাসপাতাল কর্তৃপক্ষ। সুদীপবাবুর স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায় বলেন, “বেসরকারি হাসপাতালের খরচ ব্যয়বহুল। তা সামলাতে পারছিলাম না। সরকারি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রয়েছেন। তাই এসএসকেএমে তাঁকে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।”