মারা গেলেন বিশিষ্ট আইন বিশেষজ্ঞ সুব্রত বাগচী। আনন্দবাজার সংস্থার প্রাক্তন ডিরেক্টর এবং কোম্পানি সেক্রেটারি ছিলেন তিনি। কোম্পানি এবং আয়কর সম্পর্কিত আইন বিষয়ক যে কোনও সমস্যার দ্রুত সমাধান সূত্র বার করতে সিদ্ধহস্ত ছিলেন সুব্রতবাবু। দীর্ঘ রোগভোগের পরে মঙ্গলবার মধ্য রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮৬। সুব্রতবাবুর জন্ম ১৯২৯ সালের ১০ অক্টোবর, বাংলাদেশের ফরিদপুরের রাজবাড়িতে। বাবা যতীন্দ্রনাথ বাগচী, মা প্রভাবতীদেবী। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম কম পাশ করার পরে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি পাশ করেন সুব্রতবাবু। তার পর থেকে আনন্দবাজার গ্রুপ অব পাবলিকেশনস-এর সঙ্গে আমৃত্যু যুক্ত ছিলেন তিনি। আইন বিশেষজ্ঞ হওয়া সত্ত্বেও সাহিত্যের প্রকৃত রসজ্ঞ ছিলেন সুব্রতবাবু। কালিদাসের লেখা সংস্কৃত মেঘদূত, কুমারসম্ভব সাবলীল কণ্ঠে আবৃত্তি করতেন ও তার বঙ্গানুবাদও বিবৃত করতে পারতেন। ইংরেজি সাহিত্যেও তাঁর জ্ঞান ছিল অগাধ। তাঁর স্ত্রী ও দুই পুত্র রয়েছেন।