শুভাপ্রসন্নের হোটেল ও ফ্ল্যাট বাজেয়াপ্ত

সারদা কেলেঙ্কারিতে শিল্পী শুভাপ্রসন্নের মুম্বইয়ের ফ্ল্যাট ও হোটেল, রায়চকের সম্পত্তি ও ফিক্সড ডিপোজিট এবং সারদা-প্রধান সুদীপ্ত সেনের সল্টলেকের ফ্ল্যাট-সহ প্রায় ২৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই তালিকায় আছে একটি দৈনিক সংবাদপত্র, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মাতঙ্গ সিংহ এবং ব্যবসায়ী রমেশ গাঁধীর সম্পত্তিও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৫ ০৩:৫০
Share:

সারদা কেলেঙ্কারিতে শিল্পী শুভাপ্রসন্নের মুম্বইয়ের ফ্ল্যাট ও হোটেল, রায়চকের সম্পত্তি ও ফিক্সড ডিপোজিট এবং সারদা-প্রধান সুদীপ্ত সেনের সল্টলেকের ফ্ল্যাট-সহ প্রায় ২৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই তালিকায় আছে একটি দৈনিক সংবাদপত্র, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মাতঙ্গ সিংহ এবং ব্যবসায়ী রমেশ গাঁধীর সম্পত্তিও। ইডি সূত্রের খবর, সারদা-তদন্তে নেমে সুদীপ্তের ফ্ল্যাট এবং বোকারোর কিছু সম্পত্তি আগেই ‘ফ্রিজ’ করা হয়েছিল। পরে শুভাপ্রসন্নের ফ্ল্যাট, মাতঙ্গ, তাঁর প্রাক্তন স্ত্রী মনোরঞ্জনা সিংহের ফিক্স়ড ডিপোজিটও ‘ফ্রিজ’ করেন তদন্তকারীরা। তালিকায় চলে আসে ব্যবসায়ী শান্তনু ঘোষ ও রমেশ গাঁধীর সম্পত্তিও। দীর্ঘদিন ধরে ওই সব সম্পত্তি ‘ফ্রিজ’ করে রাখার পরে সোমবার ইডি-র পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম অধিকর্তা যোগেশ গুপ্ত সেগুলি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন। ওই সব সম্পত্তির মূল্য ২৮ কোটি টাকা হলেও বর্তমান বাজারদর ১০০ কোটি টাকার কাছাকাছি বলে ইডি-র অনুমান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement