আনিসের পরিবারের দাবি মেনেই গোটা ঘটনায় সিবিআই তদন্ত হোক। পাশাপাশি, বগটুই-কাণ্ডে গোটা ঘটনা দ্রুত সকলের সামনে আসুক, এমনিটাই দাবি ওই পড়ুয়াদের।
ফাইল চিত্র।
ফের প্রতিবাদে পথে নামলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। বগটুই-কাণ্ড ও আনিস খানের মৃত্যুর প্রতিবাদে এবং অভিযুক্তদের শাস্তির দাবিতে বুধবার কলকাতায় প্রতিবাদ মিছিল করেন তাঁরা।
পার্ক সার্কাসের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন পড়ুয়ারা। মাঝে কিছু ক্ষণ মৌলালিতে অবস্থান বিক্ষোভ। পরে পুলিশের সঙ্গে আলোচনার পর মিছিল ফের শুরু হয়। অন্য দিকে, তালতলা ক্যাম্পাস থেকে আরও একটি মিছিল ওয়েলিংটন স্কোয়ারে আসে। মূল মিছিলে যোগ দিয়ে রানি রাসমণি অ্যাভিনিউতে পৌঁছয়। মিছিলে যোগ দেন ফুরফুরা শরিফের পীরজাদারাও। কিছু ক্ষণের জন্য ধর্মতলাতেও অবস্থান বিক্ষোভ করেন পড়ুয়ারা।
এর আগে আনিসের মৃত্যুর প্রতিবাদে মিছিল করতে গিয়ে পুলিশের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন পড়ুয়ারা। শান্তিপূর্ণ মিছিল সেই সময় বদলে গিয়েছিল ধুন্ধুমার ঘটনায়। বুধবারের মিছিলে তাঁরা ফের দাবি তোলেন, আনিসের পরিবারের দাবি মেনেই গোটা ঘটনায় সিবিআই তদন্ত হোক। পাশাপাশি, বগটুই-কাণ্ডে গোটা ঘটনা দ্রুত সকলের সামনে আসুক, এমনিটাই দাবি ওই পড়ুয়াদের।