ছয় কুকুরের স্মৃতিতে। — নিজস্ব চিত্র।
শুধু মানুষ নন, ভোট হিংসার বলি কুকুরও! গত বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন নিহত সেই ছ’টি কুকুরের স্মৃতিসৌধ তৈরি হয়েছে কলকাতায়। ২০২১ সালের ২ মে নারকেলডাঙা থানার কাঁকুড়গাছির শীতলাতলা লেনের বাসিন্দা বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে। সেই মামলার তদন্তে নেমেছে সিবিআই। গ্রেফতার হয়েছেন ১২ জন অভিযুক্ত। শুনানি চলছে আদালতে। অভিযোগের আঙুল তৃণমূল কংগ্রেসের দিকে, যা অস্বীকার করেছে রাজ্যের শাসক দল।
পথ-কুকুরদের দেখাশোনা করতেন অভিজিৎ। অভিযোগ, যে দিন গলায় তার পেঁচিয়ে তাঁকে খুন করা হয়েছিল, সে দিনই তাঁর তত্ত্বাবধানে থাকা একটি মা-কুকুর এবং তার পাঁচ শাবককেও পিটিয়ে, আছড়ে খুন করা হয়। বাড়ির কাছেই গিরিশ বিদ্যাধর লেনে সেই ছয় কুকুরের স্মৃতির উদ্দেশে সৌধ বানিয়েছেন অভিজিতের দাদা, বিজেপি কর্মী বিশ্বজিৎ সরকার। আগেই অভিজিতের স্মৃতিসৌধ বানিয়েছেন তিনি। তার পাশেই বানানো হয়েছে নিহত কুকুরদের স্মৃতিসৌধ। বিশ্বজিৎ বলেন, ‘‘ভাইয়ের খুনের ঘটনায় বিচার হবে। ছ’টি কুকুরকে খুনেরও বিচার চাই। সিবিআইকে আমি সেই কথা জানিয়েছি। কুকুর খুনের ধারাও যুক্ত করার আবেদন জানিয়েছি।’’
অসুস্থ, দুর্ঘটনার শিকার পথ-কুকুরদের বাড়ি নিয়ে এসে চিকিৎসা করতেন পশুপ্রেমী অভিজিৎ। এখন ৩৩টি পথ-কুকুরের দেখভাল করেন বিশ্বজিৎ। কয়েক বছর আগে শিয়ালদহের রাস্তা থেকে দুর্ঘটনায় জখম এক কুকুরকে নিয়ে এসেছিলেন অভিজিৎ। চিকিৎসায় সে সুস্থ হয়ে ওঠে। খুন হয়েছে সে। বিশ্বজিতের প্রশ্ন, ‘‘আমার ভাই না-হয় বিজেপি করত। কিন্তু ওই কুকুর আর তার শাবকদের কেন খুন করা হল?’’
নিজের বাড়িতে পথ-কুকুরদের নিয়ে থাকেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তাঁর কথায়, “এতটা বিদ্বেষ! এদের ভয়ঙ্কর শাস্তি হওয়া উচিত।’’ পথ-কুকুরদের নিয়ে কাজ করেন পরিচালক-অভিনেতা তথাগত মুখোপাধ্যায়। তাঁর দাবি, ‘‘আমাদের দেশে পথ-কুকুর-সহ অন্য প্রাণীদের উপর অত্যাচার করলে ৫০ টাকা করে জরিমানা হয়। কড়া আইন দরকার। তবেই পথপ্রাণীরা সুরক্ষা পাবে।’’