Baruipur Rape Case

মা কাজে বেরিয়ে গেলেই মেয়েকে ধর্ষণ! দিনের পর দিন একই কাণ্ড, বারুইপুরে ধৃত ‘নির্যাতিতা’র সৎবাবা

স্থানীয় সূত্রে খবর, অভিযুক্তের স্ত্রীয়ের এটি দ্বিতীয় বিয়ে। প্রথম পক্ষের মেয়েকে নিয়ে স্বামীর সঙ্গে তিনি থাকতেন বারুইপুরে। ছোটখাট কাজ করেন মহিলা। তাঁর স্বামী রাজমিস্ত্রির কাজ করেন। অভিযোগ, স্ত্রী কাজে বেরিয়ে গেলে নাবালিকা মেয়েকে যৌন নির্যাতন করতেন যুবক।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ১৮:১২
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

স্ত্রী কাজে বেরিয়ে গেলে নানা অছিলায় ঘরে থেকে যেতেন স্বামী। স্ত্রীর অনুপস্থিতির সুযোগে তাঁর প্রথম পক্ষের নাবালিকা মেয়েকে দিনের পর দিন যৌন নির্যাতন করেছেন। এমনই অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার পুলিশের হাতে গ্রেফতার হলেন এক যুবক। ধৃতের বিরুদ্ধে ধর্ষণ-সহ পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, অভিযুক্তের স্ত্রীয়ের এটি দ্বিতীয় বিয়ে। প্রথম পক্ষের মেয়েকে নিয়ে স্বামীর সঙ্গে তিনি থাকতেন বারুইপুরে। ছোটখাট কাজ করেন মহিলা। তাঁর স্বামী রাজমিস্ত্রির কাজ করেন। অভিযোগ, স্ত্রী কাজে বেরিয়ে গেলে নাবালিকা মেয়েকে যৌন নির্যাতন করতেন যুবক। প্রথম প্রথম ভয়ে এবং লজ্জায় কিছু বলতে পারেনি নাবালিকা। তবে পরে সে মায়ের কাছে সব কথা খুলে বলে। প্রতিবেশীদের কানে পৌঁছোয় ওই অভিযোগ। লিখিত অভিযোগের ভিত্তিতে রবিবার ধর্ষণের অভিযোগে ‘নির্যাতিতা’র সৎবাবাকে গ্রেফতার করে পুলিশ।

প্রতিবেশীরা জানাচ্ছেন, মেয়েটির মা কাজে বেরিয়ে গেলে বাড়িতে একা নাবালিকা মেয়ে থাকত। সেই সময় সৎমেয়ের উপর যুবক অত্যাচার চালাতেন। এক প্রতিবেশীর কথায়, ‘‘মেয়েটির মা পরিচারিকার কাজ করেন। সকাল হলেই তিনি কাজে বেরিয়ে যান। তখন বাড়িতে একাই থাকত মেয়ে। তার সৎবাবাও সকালবেলা কাজে বেরিয়ে যেতেন। কিন্তু স্ত্রীর আগে তিনি কাজ থেকে বাড়ি ফিরতেন। সেই সময় নাবালিকাকে ধর্ষণ করেন। এই কাজ তিনি দিনের পর দিন করেছেন। ওঁর শাস্তি চাই।’’ ‘নির্যাতিতা’র মায়ের অভিযোগ, স্বামী কাজের নাম করে বেরোলেও কিছু ক্ষণের মধ্যে বাড়ি ফিরে আসতেন। ফাঁকা বাড়িতে তাঁর মেয়ের উপর নির্যাতন চালাতেন। মেয়ের কাছে সব জানতে পেরে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। স্বামীর কড়া শাস্তি চেয়েছেন তিনিও। পুলিশ সূত্রে খবর, ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে হাজির করানো হয় রবিবার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement