রাজ্যে কোভিডে মারা গিয়েছেন ৯ জন। অন্য দিকে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পুরুলিয়া, নদিয়া ছাড়া আর কোনও জেলায় মৃত্যুর খবর নেই।
ফাইল ছবি
গত ২৪ ঘণ্টায় কলকাতায় কোভিড আক্রান্তের সংখ্যা অনেকটাই কমল। শহরে মাত্র ৩১জন আক্রান্ত হয়েছেন। যা কি না ২০২০-র মে মাসের পর সবচেয়ে কম। অন্য দিকে রাজ্যেও নতুন করে সংক্রমিতের সংখ্যা খুব একটা বাড়েনি। কমেছে মৃত্যুর সংখ্যাও।
মঙ্গলবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড আক্রান্ত হয়েছেন ২৩৬ জন। দৈনিক আক্রান্তে সংখ্যায় কলকাতা শীর্ষে থাকলেও তুলনামূলক ভাবে আক্রান্তের সংখ্যা কমেছে। জেলায় কলকাতার পরই রয়েছে উত্তর ২৪ পরাগনা। জেলায় ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ২৯ জন।
রাজ্যে কোভিডে মারা গিয়েছেন ৯ জন। অন্য দিকে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পুরুলিয়া, নদিয়া ছাড়া আর কোনও জেলায় মৃত্যুর খবর নেই।
রাজ্যে বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ৩ হাজার ৪৩৭ জন। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬ জন সক্রিয় রোগী কমেছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ২৩৩ জন। সুস্থতার হার রয়েছে ৯৮.৭৮ শতাংশে।