স্বেচ্ছাবসরের আবেদনপত্র জমা দেওয়ার ২৪ ঘন্টার মধ্যেই কম্পালসারি ওয়েটিং-এ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হল এসএসকেএমের অপসারিত অধিকর্তা প্রদীপ মিত্রকে। বৃহস্পতিবার সকালেই স্বাস্থ্য ভবন সূত্রে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রদীপবাবু অবশ্য জানিয়েছেন, তাঁর কাছে এখনও পর্যন্ত এমন কোনও নির্দেশ পৌঁছয়নি। তিনি এ দিন বলেন, ‘‘সম্মানের সঙ্গে সরকারি চাকরিটাই করতে চেয়েছি বরাবর। যোগ্য সম্মান পেলে ফের সেটা করতে প্রস্তুত আছি।’’
এ দিকে, স্বাস্থ্য ভবন থেকে এ দিন ফের এই বদলিকে ‘রুটিন বদলি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে এ দিন আরও বিভিন্ন হাসপাতালের সুপার, সহকারি সুপার সহ আরও বেশ কয়েকজনকে বদলি করা হয়েছে। এক স্বাস্থ্যকর্তার কথায়, ‘‘রুটিন বদলি প্রমাণ করার জন্য এখন মরিয়া হয়ে নানা রদবদল চলছে দফতরে।’’ বিভিন্ন মেডিক্যাল কলেজের অধ্যক্ষদেরও বদলি করার সিদ্ধান্ত হয়েছে।