এসএসসি মামলায় মহিষবাথানে তল্লাশি সিবিআইয়ের। বুধবার। নিজস্ব চিত্র।
স্কুলে নিয়োগের ক্ষেত্রে এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় ধৃত ‘মিডলম্যান’ বা দালাল প্রসন্ন রায়ের সল্টলেকের একটি ফ্ল্যাটে বুধবার তল্লাশি চালায় সিবিআই। মহিষবাথানের একটি বহুতল আবাসনের পাঁচ নম্বর টাওয়ারে ওই ফ্ল্যাটের নম্বর ৩এ। প্রসন্ন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেপরিচিত।
তদন্তকারীদের দাবি, ফ্ল্যাটটি প্রসন্নের নামে না-থাকলেও তিনিই সেটি ব্যবহার করতেন। কয়েক দিন আগে প্রসন্নের এক কর্মচারীকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করে মহিষবাথানের ওই ফ্ল্যাটের হদিস পান তদন্তকারীরা। এর আগেই এসএসসি দুর্নীতি কাণ্ডে প্রসন্নের নিউ টাউনের বাড়ি ও সল্টলেকের অফিসে তল্লাশি চালিয়ে বেআইনি নিয়োগ সংক্রান্ত বহু নথি উদ্ধার করেছে সিবিআই। তা ছাড়া প্রসন্নের দু’টি মোবাইল ফোনের সূত্রে বিভিন্ন মিডলম্যান ও প্রভাবশালী ব্যক্তির যোগসূত্র পাওয়া গিয়েছে বলে তদন্তকারীদের দাবি।
এ দিন সকাল সাড়ে ১০টা নাগাদ মহিষবাথানের আবাসনের ফ্ল্যাটে পৌঁছন সিবিআইয়ের তদন্তকারীরা। সিবিআই জানিয়েছে, ওই ফ্ল্যাটে এখন প্রসন্ন-ঘনিষ্ঠ এক ব্যবসায়ী বসবাস করেন। কিন্তু এ দিন ফ্ল্যাট ছিল তালাবন্ধ। পরে ওই ফ্ল্যাটের চাবি জোগাড় করে সাড়ে ১১টা নাগাদ তল্লাশি শুরু করেন তদন্তকারীরা। বেলা ২টো নাগাদ বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়। আপাতত ফ্ল্যাটটি সিল করে দেওয়া হয়েছে বলে সিবিআই সূত্রের খবর।
সল্টলেকের ফ্ল্যাটে এ দিনের তল্লাশি প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অভিযোগ করেন, “এসএসসি দুর্নীতিতে যে-বিপুল পরিমাণ টাকা উঠেছে, সেই সব টাকা এই সব সম্পত্তি কিনতে বিনিয়োগ করা হয়েছিল।’’