রাজ্য বিধানসভার নতুন ডেপুটি স্পিকার নির্বাচন হবে আগামী ২৮ ডিসেম্বর। সেই লক্ষ্যেই ২৭-২৮ ডিসেম্বর দু’দিনের সংক্ষিপ্ত অধিবেশন বসবে। এই পদের জন্য ইতিমধ্যেই ঝাড়গ্রামের বিধায়ক সুকুমার হাঁসদার নাম স্থির করেছে তৃণমূল। বিরোধী কংগ্রেস বা বামফ্রন্ট প্রতিদ্বন্দ্বিতায় না-থাকার সিদ্ধান্ত নেওয়ায় ডেপুটি স্পিকার পদে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা প্রায় নেই। তবে নিয়মমাফিক, ওই পদে এক জন মনোনয়ন দিলেও অধিবেশনে প্রস্তাব এনে ভোট করিয়ে তাঁকে ন্যূনতম ১৪৮ জন বিধায়কের (অর্থাৎ মোট বিধায়কের ৫০%-এর বেশি) সমর্থন পেতে হবে। শাসক তৃণমূলের বিধায়ক-সংখ্যা এখন তার চেয়ে অনেক বেশি। তৃণমূল ২০১৬ সালে দ্বিতীয় বার ক্ষমতায় আসার পরে ডেপুটি স্পিকার হয়েছিলেন হায়দর আজিজ সফি। তাঁর মৃত্যুতে এখন ওই পদের জন্য নতুন করে নির্বাচন করতে হচ্ছে।