বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার এলাকায় বিদ্যুতের মিটার রিডিং ব্যবস্থা প্রয়োজনে পুনর্বিবেচনা করার আশ্বাস দিলেন বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
বিধানসভায় মঙ্গলবার অধিবেশনের প্রথমার্ধে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা এলাকার বিদ্যুতের বিল নিয়ে মুলতুবি প্রস্তাব আনেন কংগ্রেস বিধায়ক নেপাল মাহাতো এবং অসিত মিত্র। ওই প্রস্তাবে বলা হয়, গ্রামীণ এলাকাতে তিন মাস অন্তর মিটার রিডিং নিয়ে বিল তৈরির ফলে গ্রাহকদের আর্থিক ক্ষতি হচ্ছে। ৩০০ ইউনিটের জন্য প্রায় ২০০ টাকা, ৬০০ ইউনিটের জন্য প্রায় ৬০০ টাকা এবং ৯০০ ইউনিটের জন্য প্রায় ৭০০ টাকা বাড়তি দিতে হচ্ছে গ্রাহকদের। কলকাতার মতো প্রতি মাসে বিল তৈরি হলে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা এলাকার গ্রাহকদের ওই লোকসান বন্ধ হবে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় প্রস্তাবটি পড়তে দেন।
পরে বিধানসভার মিডিয়া কর্নারে বিদ্যুৎ মন্ত্রী শোভনদেববাবু এ নিয়ে প্রশ্নের জবাবে বলেন, ‘‘বিদ্যুতের দাম আমরা ঠিক করি না। কয়লার দাম-সহ নানা খরচ বাড়ছে। যাঁরা প্রশ্ন তুলছেন, তাঁরা আমার সঙ্গে আলোচনায় বসলে আমি তাঁদের বুঝিয়ে দেব যে, আমরা কাউকে ঠকাচ্ছি না। বিদ্যুৎ দফতর ৯০০ ইউনিটে ভর্তুকি দেয়।’’ এর পরেই মন্ত্রী বলেন, ‘‘বিধানসভার আগামী অধিবেশনে বিদ্যুতের বিল নিয়ে আমি বিবৃতি দেব। আমরা কাউকে ঠকাতে পারি না। যদি দেখা যায়, তিন মাস অন্তর বিল তৈরির ব্যবস্থায় ভুল আছে, তা হলে তা নিশ্চয়ই বদলানো হবে। আর না হলে একই থাকবে।’’