State News

পঞ্চায়েত নিয়ে দলীয় বৈঠকেও গেলেন না শোভন

এর আগে দলের কোর কমিটির বৈঠকেও তিনি যাননি। গত শুক্রবারের সেই বৈঠকে না যাওয়ার কারণও ছিল ‘শরীর খারাপ’। পরে যদিও তিনি বলেন, শনি বার পুরসভার বাজেট অধিবেশন ছিল বলেই বৈঠকে হাজির থাকতে পারেননি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৮ ১৭:৪০
Share:

শোভন চট্টোপাধ্যায়।

আবারও দলের গুরুত্বপূর্ণ বৈঠকে গরহাজির শোভন চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার, আগামী পঞ্চায়েত ভোটের প্রাথমিক পরিকল্পনা নিয়ে বৈঠক ছিল তৃণমূল ভবনে। কিন্তু শোভন যাননি। আনন্দবাজারের ফোন পেয়ে দাবি করলেন, শারীরিক ভাবে অসুস্থ। কথা বলার অবস্থাতেও নেই। সে কারণেই দলের ডাকা বৈঠকে যেতে পারেননি।

Advertisement

এর আগে দলের কোর কমিটির বৈঠকেও তিনি যাননি। গত শুক্রবারের সেই বৈঠকে না যাওয়ার কারণও ছিল ‘শরীর খারাপ’। পরে যদিও তিনি বলেন, শনি বার পুরসভার বাজেট অধিবেশন ছিল বলেই বৈঠকে হাজির থাকতে পারেননি। কিন্তু, যে অধিবেশনের কথা শোভন বলছিলেন, সেখানেও অনেকটা দেরি করেই তিনি গিয়েছিলেন। যা নিয়ে বিরোধী কাউন্সিলররা হইচই করেছিলেন।

পঞ্চায়েত নির্বাচনে কে কোন জেলার দায়িত্ব পাবেন, কী ভাবে কাজ হবে— বৃহস্পতিবারের বৈঠকে গোটাটা নিয়েই প্রাথমিক কথাবার্তা হওয়ার কথা ছিল বলে তৃণমূল সূত্রের খবর। শোভন চট্টোপাধ্যায় তৃণমূলের দক্ষিণ ২৪ পরগনা জেলার সভাপতি। কাজেই আগামী নির্বাচনে তাঁর গুরুত্ব ওই জেলায় অনেকটাই। কিন্তু তৃণমূল সূত্রে খবর, এ দিনের বৈঠকে ওই জেলায় পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত সমস্ত দায়িত্বই দলের রাজ্য নেতৃত্বের হাতে রাখা হয়েছে। সূত্রটির মতে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সীকেই ওই দায়িত্ব দেওয়া হয়েছে। সুব্রতবাবুর কাঁধে এমনিতেই পশ্চিম মেদিনীপুর-সহ একাধিক জেলার দায়িত্ব রয়েছে। সেই তালিকায় জুড়ল দক্ষিণ ২৪ পরগনার নাম।

Advertisement

আরও পড়ুন, এ বার সরব শ্বশুর, পাল্টা শোভনেরও

এ বিষয়ে শোভনবাবু অবশ্য কোনও উত্তর দেননি। টেলিফোনে তাঁর ছোট্ট মন্তব্য, ‘‘আমার আজ শরীর খারাপ। তাই বাড়ি থেকে বেরোইনি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement