বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে শিক্ষামন্ত্রী। ছবি: সুজিত মাহাতো
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘জঙ্গলমহল স্বীকৃতি সম্মান’ দিল পুরুলিয়ার সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় চত্বরে সমাবর্তনে মুখ্যমন্ত্রীর হয়ে এই সম্মান গ্রহণ করেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপককুমার কর বলেন, ‘‘গত কয়েক বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে ভাবে গোটা জঙ্গলমহলে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উন্নয়ণের কাজ হয়েছে, তা অভূতপূর্ব।’’ তিনি জানান, উৎসবের মাধ্যমে লোক-সংস্কৃতি, প্রতিযোগিতার মাধ্যমে ক্রীড়া প্রতিভাকে তুলে আনা হয়েছে। পর্যটনের প্রসার ঘটিয়ে জঙ্গলমহলের আর্থিক বিকাশ করেছেন মুখ্যমন্ত্রী। জঙ্গলমহলে তাঁর এই অবদানের স্বীকৃতি স্বরূপ বিশ্ববিদ্যালয় তাঁকে এই সম্মান দিল। শিক্ষামন্ত্রী বলেন, ‘‘এই স্বীকৃতি মুখ্যমন্ত্রীর প্রাপ্য। জঙ্গলমহলের জন্য তিনি যা করেছেন, আগে কেউ তা করেননি। এর পরেও মানুষকে ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে।’’
জেলার ভাস্কর ধ্রুব দাসকে ‘পুরুলিয়া সম্মান’ দেওয়া হয়। পুরুলিয়া জিলা স্কুলের প্রাক্তনী ধ্রুবর কাজ দেশ থেকে বিদেশে সমাদৃত হয়েছে। সিধো মুর্মু, কানহো মুর্মু এবং বীরসা মুন্ডা পুরস্কারে সম্মানিত করা হয় কলা, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের স্নাতকোত্তর পাঠক্রমে শীর্ষ স্থানাধিকারী পড়ুয়াদের। ১০ জনকে পিএইডি ডিগ্রি এবং বিভিন্ন শাখার স্নাতক ও স্নাতকোত্তর পাঠক্রমের ৩০ জন পড়ুয়াকে স্বর্ণপদক দেওয়া হয়। এ বারই প্রথম সমার্বতনে কাউকে ডিলিট ও ডিএসসি সম্মান দেওয়া হল না। এ নিয়ে পরে উপাচার্য বলেন, ‘‘উচ্চশিক্ষা দফতরে নাম প্রস্তাব করেছিলাম। তবে সেখান থেকে চিঠি আসেনি।’’
সমাবর্তনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শান্তিরাম মাহাতো, সন্ধ্যারানি টুডু ও জেলা সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়।