শ্যামল চক্রবর্তী ও ফুয়াদ হালিম। ফাইল চিত্র।
প্রাক্তন মন্ত্রী এবং বর্ষীয়ান সিপিএম নেতা শ্যামল চক্রবর্তীও আক্রান্ত করোনায়। ই এম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসাপাতালের আইটিইউ-এ রাখা হয়েছে তাঁকে। জ্বর এবং বুকে ‘কনজেশন’ নিয়ে শ্যামলবাবু ভর্তি হয়েছিলেন উল্টোডাঙার একটি হাসপাতালে। বাইপাসের ধারে অন্য হাসপাতালে স্থানান্তরিত করার পরে তাঁর কোভিড রিপোর্ট পজ়িটিভ এসেছে। পরপর চার বার নেগেটিভ আসার পরে চিকিৎসক ফুয়াদ হালিমেরও কোভিড পজ়িটিভ রিপোর্ট এসেছে। তবে তাঁর অবস্থা স্থিতিশীল। দক্ষিণ কলকাতার একটি নার্সিং হোমে ভর্তি তিনি। সেখান থেকেই শুক্রবার তিনি জানিয়েছেন, তাঁদের সুলভে ডায়ালিসিস করানোর প্রকল্প চালু থাকছে।