ফাইল চিত্র।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে আধা-সামরিক বাহিনী সিআইএসএফ মোতায়েনের প্রস্তাবের বিরোধিতা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল এসএফআই। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি আধা-সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর ক্যাম্পাসেও একই পদক্ষেপ গ্রহণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে এসএফআই। সিপিএমের ছাত্র সংগঠনের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে লিখেছেন, কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, ক্যাম্পাসে আধা-সেনা রাখার খরচ বহন করতে হবে বিশ্ববিদ্যালয়ের কোষাগার থেকেই। বাম সংগঠনের অভিযোগ, শিক্ষার পরিকাঠামো উন্নয়নের চেয়ে ক্যাম্পাসে আধা-সেনা মোতায়েন বেশি জরুরি বলে মনে করছে কেন্দ্রীয় সরকার। এর ফলে ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশও ক্ষুণ্ণ হবে। এই বিষয়ে নীরবতা ছেড়ে রাজ্য সরকার প্রতিবাদ করবে, মুখ্যমন্ত্রীর কাছে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন সৃজন।