SFI

SFI: এসএফআইয়ের ‘অ্যাডমিশন মেট’

‘কাটমানি’র দৌরাত্ম্য থেকে বাঁচতে সাহায্য করার লক্ষ্যে ‘অ্যাডমিশন মেট’ কর্মসূচি শুরু করছে উত্তর ২৪ পরগনা জেলা এসএফআই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ জুন ২০২২ ০৮:৫৮
Share:

ছাত্রীদের আত্মরক্ষার কৌশলের প্রশিক্ষণ দিতে তারা শুরু করেছে ‘মিশন প্রীতিলতা’। এ বার ছাত্র-ছাত্রীদের কলেজে ভর্তির প্রক্রিয়ায় সহায়তা এবং ‘কাটমানি’র দৌরাত্ম্য থেকে বাঁচতে সাহায্য করার লক্ষ্যে ‘অ্যাডমিশন মেট’ কর্মসূচি শুরু করছে উত্তর ২৪ পরগনা জেলা এসএফআই। তাদের অভিযোগ, কলেজে ভর্তির সময়ে কাটমানির চাপ সহ্য করতে না পেরেই চৈতালির পাত্রের মতো ছাত্রীর মৃত্যু হয়েছিল। চৈতালির স্মৃতি সামনে রেখেই অনলাইন সহায়তার পাশাপাশি কলেজ গেট, গুরুত্বপূর্ণ স্থানেও থাকবে এসএফআইয়ের হেল্প ডেস্ক, যেখানে বিনামূল্যে ফর্‌ম পূরণ-সহ যে কোনও তথ্য পাওয়া যাবে। কেন্দ্রীয় ভাবে কলেজভিত্তিক এসএফআইয়ের একটি হেল্পলাইনও চালু থাকবে। এসএফআই নেতৃত্বের আহ্বান, কলেজে ভর্তির নামে কেউ কাটমানি চাইলে ছাত্র-ছাত্রীরা যেন তাঁদের সঙ্গে যোগাযোগ করেন। প্রতিরোধের ব্যবস্থা তাঁরা করবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement