SFI

যাদবপুরে ‘হুমকি’, পুলিশকে চিঠি

কলকাতা পুলিশের তরফে বুধবার চিঠি পাঠিয়ে যাদবপুরের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে তারা বিশ্ববিদ্যালয়ে আউট পোস্ট তৈরি করতে চায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৫ ০৭:৫৭
Share:
কলকাতার পুলিশ কমিশনারকে অনলাইনে চিঠি পাঠাল এসএফআই।

কলকাতার পুলিশ কমিশনারকে অনলাইনে চিঠি পাঠাল এসএফআই। —ফাইল চিত্র।

যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির যে নেতারা লাগাতার ‘হুমকি’ দিয়ে চলেছেন, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে কলকাতার পুলিশ কমিশনারকে অনলাইনে চিঠি পাঠাল এসএফআই। সংগঠনের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে’র বক্তব্য, ‘‘অরূপ বিশ্বাস, মদন মিত্র, সায়নী ঘোষ, রাজ চক্রবর্তী, সৌগত রায়, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা লাগাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়কে আক্রমণ করে যাচ্ছেন। বলছেন, এত সময়ের মধ্যে দখল করে নেব! এই সব তৃণমূল এবং বিজেপি নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে পুলিশকে। উচ্চ-মাধ্যমিক পরীক্ষা চলছে বলে অনলাইনে দাবিপত্র পাঠানো হয়েছে। পরীক্ষা না থাকলে এসএফআই যে ভাবে লালবাজারে যায়, সে ভাবেই যেত মিছিল করে!’’ কলকাতা পুলিশের তরফে বুধবার চিঠি পাঠিয়ে যাদবপুরের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে তারা বিশ্ববিদ্যালয়ে আউট পোস্ট তৈরি করতে চায়। এসএফআইয়ের প্রশ্ন, রাজ্যে অন্য কোনও বিশ্ববিদ্যালয়ে পুলিশ কেন আউট পোস্ট তৈরি করছে না? গত দু’বছর বিশ্ববিদ্যালয়ের জমির ‘লিজ়’ শেষ হয়ে গেলেও তার পুনর্নবীকরণ না হওয়া নিয়েও প্রশ্ন তুলেছে সিপিএমের ছাত্র সংগঠন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement