প্রতীকী ছবি।
লকডাউনের সময়ে অনলাইন ব্যবস্থার নামে ছাত্র-ছাত্রীদের মধ্যে বৈষম্য করা চলবে না এবং সকলকে সমান সুযোগ দিতে হবে, এই দাবিতে রাজ্যের বিভিন্ন জেলায় প্রশাসনিক দফতরের সামনে অবস্থান করল আরএসপি-র ছাত্র সংগঠন পিএসইউ। বাইরে আটকে পড়া পরিযায়ী শ্রমিক ও পড়ুয়াদের সরকারি খরচে ফিরিয়ে আনা ও চিকিৎসার ব্যবস্থা এবং সব শিক্ষা প্রতিষ্ঠানে তিন মাসের ফি মকুব করার দাবিও তুলেছে তারা। সংগঠনের রাজ্য সম্পাদক নওফেল মহম্মদ সফিউল্লার বক্তব্য, ‘‘কঠিন পরিস্থিতিতে সরকারের কিছু সিদ্ধান্ত বাস্তবোচিত নয়। তাই আমরা প্রতিবাদে নেমেছি।’’