Protest

বিকাশ ভবন অভিযানের ডাক এসএফআইয়ের

বিকল্প শিক্ষানীতি কী হতে পারে, সেই মর্মে ওই দিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে দাবিপত্র দেওয়া হবে বলেও জানিয়েছেন সংগঠনের নেতৃত্ব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ০৬:৪৩
Share:

আগামী ২৭ জানুয়ারি বিকাশ ভবন অভিযানের ডাক দিল সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। —ফাইল চিত্র।

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রিপোর্টে উঠে এসেছে রাজ্যে তিন হাজারের বেশি স্কুল পড়ুয়া-শূন্য। এই রিপোর্টকে হাতিয়ার করে এবং রাজ্যের স্কুল শিক্ষা-ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে আগামী ২৭ জানুয়ারি বিকাশ ভবন অভিযানের ডাক দিল সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। এই পরিস্থিতিতে বিকল্প শিক্ষানীতি কী হতে পারে, সেই মর্মে ওই দিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে দাবিপত্র দেওয়া হবে বলেও জানিয়েছেন সংগঠনের নেতৃত্ব।

Advertisement

এসএফআইয়ের রাজ্য দফতর দীনেশ মজুমদার ভবনে শুক্রবার সংগঠনের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে কেন্দ্র ও রাজ্যকে এক পঙ্‌ক্তিতে বসিয়ে অভিযোগ করেছেন, “কেন্দ্রের রিপোর্টেই পরিষ্কার যে, স্কুল শিক্ষা ব্যবস্থাকে লাটে তুলে দিচ্ছে তৃণমূল। আর তাতে মদত দিচ্ছে কেন্দ্র। তাদের নতুন শিক্ষানীতিকে ঘুর পথে এই রাজ্যেও চালু করতে চায় তৃণমূল।” সংগঠনের তরফে ওই রিপোর্টকে হাতিয়ার করে বলা হয়েছে, ৩২৫৪টি স্কুলে পড়ুয়া নেই, ৬৩৬৬টি স্কুলে শিক্ষকের সংখ্যা এক জন করে। পাশাপাশি, কলকাতা বিশ্ববিদ্যালয়কে আর্থিক ভাবে রাজ্যের সাহায্য না করা, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির স্বাধিকার ভঙ্গের মতো নানা অভিযোগও তুলেছেন এসএফআই নেতৃত্ব। শিক্ষামন্ত্রীল ব্রাত্য অবশ্য এ দিন শিলিগুড়িতে বলেছেন, ‘‘কেন্দ্র রিপোর্ট দিয়েছে রাজ্যে ‘ড্রপ আউট’ নেই। গুজরাত, উত্তরপ্রদেশে এত স্কুলছুট। বিহারে স্কুল ছুট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাক্ষিণ্যে মিড-ডে মিলের সমস্ত টাকা না পাওয়া সত্ত্বেও সমস্ত স্কুলে মিড-ডে মিল আমরা পৌঁছে দিয়েছি। সে জন্য রাজ্যে স্কুলছুট নেই।’’ তাঁর সংযোজন, “পড়ুয়ারা ইংরেজি মাধ্যমে ভর্তি হচ্ছে। চাকরির ভাষা ইংরেজি। বাংলা মাধ্যমে তার প্রভাব পড়ছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement