Asansol Road Accident

রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা বাসের, কুম্ভে যাওয়ার পথে দুর্ঘটনায় আসানসোলে আহত ১৫

মঙ্গলবার সকালে প্রয়াগরাজের কুম্ভমেলায় যাওয়ার পথে একটি বাস রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মারে। দুর্ঘটনাটি ঘটে বাংলা-ঝাড়খণ্ড সীমানার ডুবুরডিহি চেকপোস্টের কাছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫৭
Share:
কুম্ভে যাওয়ার পথে দুর্ঘটনায় আসানসোলে আহত ১৫ জন।

কুম্ভে যাওয়ার পথে দুর্ঘটনায় আসানসোলে আহত ১৫ জন। —প্রতীকী চিত্র।

কুম্ভে যাওয়ার পথে ফের দুর্ঘটনা। এ বার পশ্চিম বর্ধমানের আসানসোলে। মঙ্গলবার সকালে প্রয়াগরাজের কুম্ভমেলায় যাওয়ার পথে একটি বাস রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মারে। দুর্ঘটনাটি ঘটে ১৯ নম্বর জাতীয় সড়কের উপর, বাংলা-ঝাড়খণ্ড সীমানার ডুবুরডিহি চেকপোস্টের কাছে।

Advertisement

এই দুর্ঘটনায় আহত হয়েছেন ১৫ জন পুণ্যার্থী। আহতদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। ঘটনাস্থলে যায় কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ি এবং কুলটি ট্র্যাফিক গার্ডের পুলিশ।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বাসটি পূর্ব মেদিনীপুর জেলার এগরার পাহাড়পুর এলাকা থেকে প্রয়াগরাজের উদ্দেশে যাচ্ছিল। বাসটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ডুবুরডিহি চেকপোস্টে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে গিয়ে ধাক্কা মারে। কী কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

কয়েক দিন আগেই কুম্ভমেলায় যাওয়ার পথে কুলটি থানার চৌরঙ্গী মোড় এলাকায় একটি গাড়ি দুর্ঘটনার মুখে পড়ে। মৃত্যু হয় দুই পুণ্যার্থীর। দু’টি পরিবারের চার মহিলা-সহ মোট ছ’জন গুরুতর ভাবে চোট পান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement