আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল। —ফাইল চিত্র।
আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার তিন মাস পূর্তির দিনে ফের পথে নামছে বিভিন্ন সংগঠন। শহরে আজ, শনিবার মিছিলের ডাক দিয়েছে ‘জুনিয়র ডক্টর্স ফ্রন্ট’। সেই কর্মসূচিকে সমর্থন জানিয়েছে চিকিৎসক-সহ নানা সংগঠন। রাজপথে আজ ‘জনতারক চার্জশিট’ পেশের কর্মসূচিও নেওয়া হয়েছে। সদ্যগঠিত ‘জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশন’ আজ আবার স্টার থিয়েটার হলে পাল্টা কনভেনশনের ডাক দিয়েছে।
ন্যায়-বিচারের দাবিকে সামনে রেখে আজ শহরে মূল মিছিল হওয়ার কথা কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত। সেই নাগরিক মিছিলে শামিল হওয়ার কথা বিভিন্ন সংগঠন ও ব্যক্তিদের। তার পরে ‘অভয়া মঞ্চে’র আহ্বানে ধর্মতলায় ‘জনতার মতামত, রাজপথে আদালত’ শীর্ষক কর্মসূচি নেওয়া হয়েছে। সেখানেই ‘জনতার চার্জশিট’ পেশ হবে। আর জি করের মূল ঘটনায় ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের নামেই প্রথম চার্জশিট দিয়েছে সিবিআই। এক জনের পক্ষে এত বড় ঘটনা সম্ভব কি না, সেই প্রশ্ন তুলে এবং সঞ্জয়ের সাম্প্রতিক দাবির (আসল লোকজনকে আড়াল করতে তাকে মুখ না-খোলার জন্য চাপ দেওয়া হয়েছে) প্রেক্ষিতে এই ‘জনতার চার্জশিট’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। ময়দানের তিন প্রধান মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান স্পোর্টিংয়ের সমর্থকদের আজকের প্রতিবাদে থাকার কথা। পাশাপাশিই, বামফ্রন্টের তরফে কর্মী-সমর্থকদের বার্তা দেওয়া হয়েছে এই কর্মসূচিতে সংহতি জানাতে। সিপিএম বা বামফ্রন্টের শীর্ষ নেতৃত্ব কেউ অবশ্য ওই মিছিল বা জমায়েতে থাকবেন না। পুজোর সময়ে জুনিয়র চিকিৎসকদের ডাকা সমাবেশে যে ভাবে বাম কর্মী-সমর্থকেরা সাড়া দিয়েছিলেন, সে ভাবেই এ বারও তাঁদের পথে নামতে বলা হয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ অবশ্য বলেছেন, ‘‘বিচার হচ্ছে না যাঁরা বলছেন, তাঁরা মিথ্যে বলছেন। বিভ্রান্তি ছড়াবেন না! সিবিআই তদন্ত, চার্জশিট ও বিচার শুরুর প্রক্রিয়ায় সুপ্রিম কোর্ট কোনও অসঙ্গতি পায়নি। মূল মামলার বিচার প্রক্রিয়া শুরু হবে নিম্ন আদালতে।’’