India- Bangladesh

বাংলাদেশে গ্রেফতার ১৬ ভারতীয় মৎস্যজীবী

স্থানীয় মৎস্যজীবী সংগঠন সূত্রের খবর, কাকদ্বীপের হারউড পয়েন্ট এলাকা থেকে এফবি ঝড় নামে ট্রলারে গত ১৫ নভেম্বর সমুদ্রে রওনা দিয়েছিলেন ওই মৎস্যজীবীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ ০৮:৩৫
Share:

—প্রতীকী চিত্র।

১৬ জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করল বাংলাদেশ নৌবাহিনী। অভিযোগ, বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করে মাছ ধরেছিলেন তাঁরা। বাংলাদেশের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ গত ২২ নভেম্বর জলপথে নজরদারির সময়ে তাদের এলাকায় একটি ভারতীয় মৎস্যজীবী ট্রলারের উপস্থিতি লক্ষ করে। ওই দিনই অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করা হয়। বাজেয়াপ্ত করা হয় ট্রলারটি। পরে তাঁদের গ্রেফতার করা হয়েছে।

Advertisement

স্থানীয় মৎস্যজীবী সংগঠন সূত্রের খবর, কাকদ্বীপের হারউড পয়েন্ট এলাকা থেকে এফবি ঝড় নামে ট্রলারে গত ১৫ নভেম্বর সমুদ্রে রওনা দিয়েছিলেন ওই মৎস্যজীবীরা।

দেড় মাস আগে সমুদ্রে মাছ ধরতে গিয়ে বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনীর হাতে ধরা পড়েছিল ৭৯ জন মৎস্যজীবী। তাঁরা দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকার বাসিন্দা। ৭৯ জনই এখন বাংলাদেশের জেলে রয়েছেন। এ বার গ্রেফতার করা হল ১৬ জনকে। ঘটনায় আশঙ্কিত মৎস্যজীবীদের পরিবারের সদস্যেরা। ইতিমধ্যেই মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

Advertisement

কাকদ্বীপ মৎস্যজীবী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন, ‘‘জেলবন্দি মৎস্যজীবীদের পরিবারগুলি অসহায় হয়ে পড়েছে। তাঁরা খুব কষ্টের মধ্যে রয়েছেন। সংগঠনের পক্ষ থেকে তাঁদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে। প্রশাসনের
সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে, ওই মৎস্যজীবীদের ফিরিয়ে
আনার জন্য।’’

জেলাশাসক সুমিত গুপ্ত বলেন, ‘‘বাংলাদেশের জেলে বন্দি ৯৫ জন মৎস্যজীবীকে কী ভাবে দেশে ফিরিয়ে আনা যায়, তা দেখা হচ্ছে। বিষয়টি রাজ্য সরকারকে জানানো হয়েছে। পরিবারগুলোর পাশে জেলা প্রশাসন দাঁড়াবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement