রাজ্যের বিভিন্ন প্রান্তে দুর্ঘটনায় শমারা গেলেন ১৪ জন। আহত ৬০ জনেরও বেশি। এ দিন ভোর সাড়ে ৩টে নাগাদ প্রথম দুর্ঘটনাটি ঘটে পুরুলিয়া-জামশেদপুর ৩২ নম্বর জাতীয় সড়কে। মফস্সল থানার বিড়গিড়ি গ্রামে বিয়ে বাড়ি সেরে বলরামপুরে ফেরার পথে একটি ধাবার কাছে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রেলারের পিছনে ধাক্কা মারে বরযাত্রীদের গাড়িটি। ঘটনাস্থলেই ছ’জনের মৃত্যু হয়। এ দিনই বেলা ১১টা নাগাদ পুরুলিয়ার বলরামপুর-বাঘমুণ্ডি রাস্তায় বলরামপুর থানার পাথরবাঁধের কাছে বাঘমুণ্ডিগামী বরযাত্রী বোঝাই ম্যাটাডর উল্টে গেলে মারা যান দু’জন। ডুয়ার্সে লরির সঙ্গে বাসের ধাক্কায় এ দিন ভোরে চার জনের মৃত্যু হয়েছে। অসমের গুয়াহাটি থেকে শিলিগুড়ি যাচ্ছিল বেসরকারি বাসটি। অন্য দিকে, এ দিন সকাল ছ’টা নাগাদ বর্ধমানের জামুড়িয়ায় পাথর বোঝাই লরির ধাক্কায় মারা যান এক সিআইএসএফ জওয়ান। শিলিগুড়ি যাচ্ছিলেন তিনি। দুপুরে হুগলির মগরার জিটি রোডে বিয়েবাড়ির গাড়ির সঙ্গে ধাক্কায় মারা যান আর এক মোটরবাইক আরোহী।