টালবাহানার অভিযোগ উঠছিল সরকার পক্ষের বিরুদ্ধে। সরকারি আইনজীবী কেন গরহাজির, সেই প্রশ্ন তুলে গড়িমসির নালিশই জোরদার করা হচ্ছিল। অবশেষে সোমবার ব্যাঙ্কশাল আদালতে সরকার পক্ষের কৌঁসুলি হাজির হওয়ার পরে রেড রোডে গাড়ির চাকায় পিষ্ট হয়ে জওয়ানের মৃত্যুর মামলায় চার্জশিটের প্রতিলিপি তুলে দেওয়া হয় সাম্বিয়া সোহরাব-সহ অভিযুক্তদের আইনজীবীর হাতে। ঘাতক গাড়িটি তৃণমূল-ঘনিষ্ঠ ব্যবসায়ী মহম্মদ সোহরাবের ছেলে সাম্বিয়ার। সরকারি আইনজীবী জানান, সব ঠিক থাকলে চার্জ গঠনের জন্য মামলাটি অন্য আদালতে পাঠানো হবে।