দালালদের হাত থেকে বাঁচতে বদলে ফেলা হল পাসপোর্টের নিয়ম।
কী রকম? পাসপোর্ট পেতে এত দিন দু’ধরনের ব্যবস্থা চালু ছিল। প্রথমত, অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করে, টাকা জমা দিয়ে সাক্ষাতের সময় ঠিক করে তবেই পাসপোর্ট সেবা কেন্দ্রে (পিএসকে) যেতে হতো। দ্বিতীয় ব্যবস্থায় অনলাইনে আবেদন করলেও টাকা জমা দেওয়া ও সাক্ষাতের সময় নিতে যে কোনও কাজের দিন সকাল ১০টা থেকে ১১টার মধ্যে সরাসরি পিএসকে-তে যেতে হতো প্রার্থীকে। এই সুবিধাটি শুধু মাত্র বয়স্ক, প্রতিবন্ধী, শিশু এবং সরকারি কর্মীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। পোশাকি ভাষায় যাকে ‘ওয়াক-ইন’ ব্যবস্থা বলে।
গত ২৭ অক্টোবর থেকে এই দ্বিতীয় ব্যবস্থাটি তুলে দেওয়া হয়েছে। ফলে এখন থেকে সবাইকেই আবেদন, টাকা জমা দেওয়া এবং সাক্ষাতের সময় নিতে হবে অনলাইনে। তার পরে পিএসকে-তে যেতে হবে।
কেন এ বদল? সূত্রের দাবি, এক সময়ে পাসপোর্ট ঘিরে বিশাল দালাল চক্র কাজ করত। মানুষকে ভুল বুঝিয়ে, অতিরিক্ত টাকা নিয়ে পাসপোর্ট পাইয়ে দিত দালালেরা। অনলাইন ব্যবস্থা চালু হওয়ার পরে দালালদের সেই রমরমা কমে গেলেও পুরোপুরি নির্মূল হয়ে যায়নি। কলকাতায় রুবি হাসপাতালের পাশে পিএসকে-অফিসের সামনে এখনও দালালদের ঘুরঘুর করতে দেখা যায়। এদের হটাতে পুলিশকে বহুবার বলা হয়েছে। কলকাতার রিজিওনাল পাসপোর্ট অফিসার বিভূতি কুমার জানান, এই নিয়ে গত মাসেও পুলিশ কর্তাদের চিঠি পাঠানো হয়েছে।
পিএসকে-র সামনে এই দালাল সমস্যা নিয়ে কলকাতা পুলিশের ডিসি (এসইডি) কল্যাণ মুখোপাধ্যায় বলেন, ‘‘অভিযান মাঝে-মধ্যেই চালানো হয়। মাস দুয়েক আগে দু’টি মামলা হয়েছে। জনা চারেক ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছে। তার তদন্ত চলছে। আবার অভিযান চালানো হবে।’’
তবে ওয়াক-ইন ব্যবস্থা তুলে দেওয়ায় দালালদের রমরমা বন্ধ হতে পারে বলে মনে করছেন কর্তৃপক্ষ। তাঁদের দাবি, পাসপোর্ট অফিসারদের একাংশের সঙ্গে যদি দালালদের যোগাযোগও থাকে, তা হলেও সমস্যায় পড়বেন দালালেরা।