ফাইল ছবি।
বিধানসভা নির্বাচনে ভবানীপুরে পদ্মের প্রতীকে দাঁড়িয়েছিলেন। সেই ভবানীপুর উপনির্বাচনে রুদ্রনীল ঘোষ বিজেপি-র প্রচার কমিটির শীর্ষে। রাত পোহালেই যেখানে ভোট গণনা। কী হতে পারে ওই কেন্দ্রের ফল? নিজের মত জানালেন রুদ্রনীল।
ভবানীপুরের উপনির্বাচনে বিজেপি-র প্রার্থী হয়েছেন প্রিয়ঙ্কা টিবরেওয়াল। তাঁর প্রচারের ছক কষেছেন রুদ্রনীল। প্রচার শেষ। ভোট শেষে এ বার গণনার অপেক্ষা। এই পরিসরে রবিবাসরীয় ফল নিয়ে নিজের মত ব্যক্ত করলেন টালিগঞ্জের ভিঞ্চিদা। বললেন, ‘‘যদি প্রিয়ঙ্কা জেতেন, ব্যবধান হবে হাজার সাতেক। আর মমতা জিতলে, ব্যবধান ১৫ হাজার।’’
একই সঙ্গে রুদ্রনীল নতুন করে প্রশ্ন তুললেন বিধানসভা ভোটে ভবানীপুর কেন্দ্রে তাঁর হার নিয়ে। তিনি বলেন, ‘‘ভবানীপুরে কি সত্যিই হেরেছিলাম। আমার সন্দেহ আছে।’’
বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে রুদ্রনীল পরাজিত হয়েছিলেন ২৮ হাজারের বেশি ভোটে। উপনির্বাচনে তৃণমূলের লক্ষ্য সেই ব্যবধানকে আরও বাড়ানো। কিন্তু রুদ্রনীলের হিসাব বলছে, এ ক্ষেত্রে মমতার জয়ের ব্যবধান কমে যেতে পারে। সঠিক কে? উত্তর মিলতে আর কয়েক ঘণ্টার অপেক্ষা।