কলকাতায় এসে আর জি কর-কাণ্ড নিয়ে মুখ খুললেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। সাংগঠনিক কারণে দু’দিনের সফরে শনিবার কলকাতায় এসেছিলেন তিনি। বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মত বিনিময়ের একটি অনুষ্ঠানে রবিবার তিনি জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়েছিলেন। সেখানে প্রশ্নোত্তর-পর্বে উঠেছিল আর জি কর-কাণ্ডের প্রসঙ্গ। সেখানেই ভাগবত বলেন, ‘‘ভারতীয় সংস্কৃতি চিরকাল মহিলাদের মাতৃশক্তি হিসেবে বন্দনা করেছে। যখন সীতাহরণ হয়েছে, তখন রামায়ন হয়েছে। দ্রৌপদীর বস্ত্রহরণ হওয়ায় মহাভারত হয়েছে। সেই ভারতে কী করে এই ঘটনা ঘটে? নাগরিকদের অনেক বেশি সচেতন হওয়া প্রয়োজন।’’ পাশাপাশি তাঁর বক্তব্য, ‘‘গোটা দেশ এই ঘটনায় উদ্বিগ্ন। যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সরকারের। এই ঘটনা মোকাবিলায় সরকার যে পদক্ষেপ নেবে, তাতে পূর্ণ সমর্থন থাকবে।’’ অন্য দিকে, স্বাস্থ্য ব্যবস্থায় আর্থিক দুর্নীতির অভিযোগে ইডি-র অধিকর্তাকে চিঠি দিয়ে বিজেপির পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো দাবি করেছেন, সন্দীপ ঘোষের সঙ্গে মুখ্যমন্ত্রীকেও তদন্তের আওতায় আনতে হবে এবং তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ অবশ্য পাল্টা মন্তব্য করেছেন, ‘‘বিজেপিতে রাজ্য সভাপতি হওয়ার প্রতিযোগিতা চলছে। তাই এই সব সস্তা কথা বলে প্রচারে থাকতে চাইছেন! ওঁর কাছে নির্দিষ্ট তথ্য-প্রমাণ থাকলে ইডি-র কাছে গিয়ে জমা দিন।’’