Fire at Hunger Ford Street

কলকাতার হাঙ্গারফোর্ড স্ট্রিটের বহুতলে আগুন! ঘণ্টাখানেকের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে

শুক্রবার দুপুরে কলকাতার হাঙ্গারফোর্ড স্ট্রিটের একটি বহুতলে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য। স্থানীয় সূত্রের খবর, বাসিন্দাদের বাইরে বার করে আনা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলবাহিনী।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১৩:৫০
Share:

—প্রতীকী চিত্র।

আবার কলকাতায় অগ্নিকাণ্ড। শুক্রবার দুপুরে কলকাতার হাঙ্গারফোর্ড স্ট্রিটের একটি বহুতলে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রের খবর, বাসিন্দাদের বাইরে বার করে আনা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলবাহিনী। এখন দমকলের ছ’টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। একে একে বার করে আনা হচ্ছে আবাসিকদের।

Advertisement

স্থানীয় সূত্রের খবর, হাঙ্গারফোর্ড স্ট্রিটের যে বহুতলে আগুন লেগেছে, তাতে অনেক মানুষ বসবাস করেন। মিন্টো পার্কের কাছাকাছি ওই আবাসনের কাছে রয়েছে স্কুল এবং একাধিক হাসপাতাল। গুরুত্বপূর্ণ ওই জায়গায় অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় দমকলবাহিনী। শুরু হয় উদ্ধারকাজ। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। আর্থিক ক্ষতির পরিমাণও জানা সম্ভব হয়নি। তবে দমকলবাহিনী সূত্রে জানা যাচ্ছে, ওই আবাসনের বাসিন্দাদের বার করে আনা হয়েছে। কেউ আটকে রয়েছেন কি না, দেখা হচ্ছে। বেশ কিছু ক্ষণের চেষ্টায় আগুনও অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। তবে কী ভাবে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়।

সংশ্লিষ্ট আবাসনের বাসিন্দারা জানাচ্ছেন, সম্ভবত শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। অনেকে বিদ্যুৎবাহী তার পুড়ে যাওয়ার গন্ধ পেয়ে বাইরে আসেন। তার কিছু ক্ষণের মধ্যে দেখা যায়, আবাসনটির ছাদ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়।

Advertisement

শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকলবাহিনী। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement