রাজ্য জুড়ে সিটুর অবরোধ

প্রবল গরম সত্ত্বেও শনিবার বিকেলে কলকাতার ধর্মতলা, মৌলালি, যাদবপুর-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় পথ অবরোধ করল সিটু। কেন্দ্রের জমি বিল এবং শ্রম আইন সংস্কারের বিরোধিতায় বাম শ্রমিক সংগঠনগুলি, বিএমএস এবং আইএনটিইউসি ২ সেপ্টেম্বর দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে। তারই প্রস্তুতিতে সিটুর অবরোধ কর্মসূচি ছিল। সিটুর প্রতিষ্ঠা দিবসেই এই কর্মসূচি পালনের মধ্যে দিয়ে কর্মীদের চাঙ্গা রাখার চেষ্টা হল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩১ মে ২০১৫ ০৩:০৫
Share:

প্রবল গরম সত্ত্বেও শনিবার বিকেলে কলকাতার ধর্মতলা, মৌলালি, যাদবপুর-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় পথ অবরোধ করল সিটু। কেন্দ্রের জমি বিল এবং শ্রম আইন সংস্কারের বিরোধিতায় বাম শ্রমিক সংগঠনগুলি, বিএমএস এবং আইএনটিইউসি ২ সেপ্টেম্বর দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে। তারই প্রস্তুতিতে সিটুর অবরোধ কর্মসূচি ছিল। সিটুর প্রতিষ্ঠা দিবসেই এই কর্মসূচি পালনের মধ্যে দিয়ে কর্মীদের চাঙ্গা রাখার চেষ্টা হল। সিটুর রাজ্য সভাপতি শ্যামল চক্রবর্তীর দাবি, ‘‘অন্য রাজ্যে আরও ভাল ভাবে এই কর্মসূচি পালিত হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement