গৌরব দত্ত। —ফাইল চিত্র।
প্রাক্তন আইপিএস অফিসার গৌরব দত্তের আত্মহত্যার ঘটনা নিয়ে এ বার রাজনীতির মাঠে নামল বিজেপি। কোন পরিস্থিতিতে গৌরব আত্মহত্যা করলেন, তার সিবিআই তদন্ত চেয়েছেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। জবাবে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া, ‘‘বিজেপির রাজনীতি সব জায়গায় প্রত্যাখ্যাত হচ্ছে বলেই, অপ্রাসঙ্গিক বিষয় খড়কুটোর মতো আঁকড়ানোর চেষ্টা করছে ওরা।’’
শুক্রবার দিল্লিতে এ বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সদ্য বিজেপিতে যোগ দেওয়া রাজ্যের প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষ ও তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া মুকুল রায়। অন্য দিকে, এ দিনই একই বিষয় নিয়ে কলকাতায় সাংবাদিক বৈঠক করেন দিলীপ। তাঁর বক্তব্য, ‘‘এ রাজ্যে পুলিশ কর্মীদের আত্মহত্যা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও এক বিধায়ক এবং এক সাংসদের দেহরক্ষী আত্মহত্যা করেছেন। গৌরববাবু চিঠিতে মুখ্যমন্ত্রীর নাম করে গিয়েছেন। ফলে এ বিষয়ে আমরা সিবিআই তদন্ত দাবি করছি।’’ দিল্লিতেও একই দাবি তোলেন নেতারা। পাশাপাশি জানানো হয়েছে, আগামী ২৫ তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজধানীতে গেলে প্রাক্তন আইপিএস অফিসারদের নিয়ে অবস্থান বিক্ষোভ করবে বিজেপি।
পার্থবাবু অবশ্য বলেন, ‘‘ওরা যেখানে খুশি যাক। মানুষ ওদের রাজনীতি প্রত্যাখ্যান করেছে।’’