SUCI

ইজ়রায়েলকে তোপ দেগে বিক্ষোভ শহরে

রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিলকে অবশ্য ধর্মতলার দিকে যাওয়ার অনুমতি দেয়নি পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৩ ০৮:২৭
Share:
SUCI.

—প্রতীকী ছবি।

প্যালেস্টাইনের গাজ়ায় ইজ়রায়েলের অবরোধ, আক্রমণ ও ‘গণহত্যা’র প্রতিবাদে ফের মিছিল হল কলকাতার পথে। ইজ়রায়েলের আক্রমণে আমেরিকার মদত এবং ইজ়রায়েলের এই ভূমিকার প্রতি কেন্দ্রের বিজেপি সরকারের কার্যত সমর্থনের বিরোধিতা করে সোমবার শহরে বিক্ষোভ ছিল এসইউসি-র ডাকে। রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিলকে অবশ্য ধর্মতলার দিকে যাওয়ার অনুমতি দেয়নি পুলিশ। পথ পরিবর্তন করে মৌলালি পর্যন্ত মিছিলে শামিল হয়েছিলেন এসইউসি-র রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য, স্বপন ঘোষাল, প্রাক্তন সাংসদ তরুণ মণ্ডল, প্রাক্তন বিধায়ক তরুণকান্তি নস্কর, কলকাতা জেলা সম্পাদক সুব্রত গৌড়ী প্রমুখ। মৌলালির মোড়ে বিক্ষোভে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কুশপুতুল দাহ করেন এসইউসি নেতারা। বিক্ষোভ-সভায় প্রাক্তন সাংসদ তরুণ মার্কিন মদতে ইজ়রায়েলের ‘গণহত্যা’র তীব্র নিন্দা করে শান্তিকামী সব মানুষকে এর বিরুদ্ধে সরব হওয়ার আহ্বান জানান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement