রেলের কামরাতেই তৈরি আইসোলেশন কোচ। নিজস্ব চিত্র
করোনা যুদ্ধে রাজ্যের পাশে থাকার বার্তা দিয়ে এ বার এগিয়ে এল পূর্ব রেলও। তৈরি করা হয়েছে ১০৩টি আইসোলেশন কোচ। এমনটাই জানা গিয়েছে পূর্ব রেল সূত্রে।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া ডিভিশনে ১০৩টি কোচকে আইসোলেশন কোচ হিসাবে তৈরি করা হয়েছে। তাতে মোট ১ হাজার ৬৫০টি শয্যা। এই মুহূর্তে হাওড়া, বর্ধমান এবং আজিমগঞ্জ রয়েছে কোচগুলি। প্রতি কোচে নির্দিস্ট স্থানে ২ টি করে অক্সিজেন সিলিন্ডার রাখার ব্যবস্থাও রয়েছে। প্রতি কোচের ১৮টি শয্যার মধ্যে ১৬টি বরাদ্দ রোগীদের জন্য। ২ টি শয্যা নিয়ে চিকিৎসকদের রয়েছে কেবিনও।
জানানো হয়েছে, ওই কোচগুলি রাজ্য সরকারকে দিতে প্রস্তুত পূর্ব রেল। হাওড়া ইয়ার্ডের দায়িত্বে থাকা সুপারিনডেন্টেট সৃজিত কুমার রায় বলেন, ‘‘
রেলের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অনুযায়ী, রাজ্য সরকার চাইলেই কোচগুলি দেওয়া হবে।’’