Rabindra Bharati University

চাকরিহারা শিক্ষকদের পুলিশি নিগ্রহের প্রতিবাদ শিক্ষাঙ্গনে

বিশ্ববিদ্যালয়ের ইংরেজির শিক্ষক দেবব্রত দাসের বক্তব্য, ‘‘শিক্ষকের উপরে শাসকের পদাঘাত পশ্চিমবঙ্গের ইতিহাসে নজিরবিহীন। এই ঘটনাকে ধিক্কার জানানোর কোনও ভাষা নেই।’’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৫ ০৯:৩৪
Share:

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রতিবাদ-জমায়েত করা হয় বিটি রোড ক্যাম্পাসে। —ফাইল চিত্র।

চাকরিহারা শিক্ষকদের উপরে পুলিশি আক্রমণ ও লাথি মারার প্রতিবাদ চলছে। শুক্রবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদ-জমায়েত করা হয় বিটি রোড ক্যাম্পাসে। জমায়েতে যোগ্য শিক্ষকদের চাকরিতে ফেরানো এবং অভিযুক্ত পুলিশের শাস্তির দাবি ওঠে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি জ্যোৎস্না চট্টোপাধ্যায় বলেন, ‘‘শিক্ষকদের উপরে পুলিশি নির্যাতনের ঘটনাকে আমরা ধিক্কার জানাই। একই সঙ্গে, অবিলম্বে যথাযথ পদ্ধতি মেনে যোগ্য শিক্ষকদের চাকরি ফেরানোর দাবি জানাচ্ছি।’’ ওই বিশ্ববিদ্যালয়ের ইংরেজির শিক্ষক দেবব্রত দাসের বক্তব্য, ‘‘শিক্ষকের উপরে শাসকের পদাঘাত পশ্চিমবঙ্গের ইতিহাসে নজিরবিহীন। এই ঘটনাকে ধিক্কার জানানোর কোনও ভাষা নেই।’’

এ দিন প্রতিবাদ জানালেন বিদ্যাসাগর কলেজের শিক্ষক, শিক্ষিকাদের একাংশও। ক্লাসের বিরতির সময়ে কলেজের বাইরে তাঁরা পোস্টার হাতে সারি দিয়ে প্রতিবাদ জানান। আজ, শনিবার পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (ওয়েবকুটা) কলেজ স্কোয়ারে যোগ্য চাকরিহারাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন