অভিষেক বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।
নিয়োগ-দুর্নীতির তদন্ত সূত্রে সম্পত্তি-চর্চার মধ্যে প্রশ্ন উঠল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি নিয়ে। যে গাড়িতে চড়ে বুধবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ইডি-র দফতরে গিয়েছিলেন, তার দূষণ নিয়ন্ত্রণ শংসাপত্র নবীকরণ করা হয়নি। শাসক দলের শীর্ষস্থানীয় নেতা এবং সাংসদ কেন এই রকম গাড়ি ব্যবহার করছেন, তা নিয়ে কটাক্ষ করেছে বিরোধী বিজেপি।
কলকাতা বা সংলগ্ন এলাকায় সাধারণত এই গাড়িটিই চড়েন অভিষেক। গাড়িটি তৃণমূল যুব কংগ্রেসের নামে নথিবদ্ধ করা রয়েছে। সরকারি নথি অনুযায়ী, বহুমূল্য ওই গাড়িটির দূষণের ছাড়পত্রের মেয়াদ ফুরিয়ে গিয়েছে গত মে মাসে। বিষয়টি সামনে আসার পরেই বিজেপির প্রশ্ন, বিরোধীদের কোণঠাসা করতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যাতায়াতের পথে গাড়ির ‘স্পিড’ মাপার যন্ত্র বসাচ্ছে রাজ্যের পুলিশ। আর অভিষেকের বেলায় চোখ বন্ধ করে রেখেছে! রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য কটাক্ষের সুরে বলেন, ‘‘রাজতন্ত্রে রাজার নিয়ম চলে। রাজপরিবারের কাউকে কখনও নিয়ম মানতে শুনেছেন? রাজ পরিবারের সকলে আইনের ঊর্ধ্বে! তাই এই বিষয় নিয়ে কোনও বিতর্কের মানে হয় না!’’
তৃণমূল অবশ্য বিরোধীদের এই প্রশ্নকে হাস্যকর বলে দাবি করেছে। দলের মুখপাত্র তাপস রায় বলেন, ‘‘এ সব অর্থহীন বিষয় নিয়ে চর্চায় স্পষ্ট, অভিষেককে নিয়ে বিরোধী শিবির রাজ্য ও জাতীয় স্তরে কতটা ভীত, ত্রস্ত! তাই তাঁকে ছেড়ে এখন তাঁর গাড়ির দূষণের ছাড়পত্রে নজর রাখছেন। এ জন্য আমরা কৃতজ্ঞ!’’