সিপিএমের প্রতি আস্থা হারিয়ে বিজেপিতে যোগ দিল রামপুরহাট থানার লালডাঙা গ্রামের শ’দুয়েক সিপিএম কর্মীসমর্থক। রবিবার বিকেলে লালডাঙা গ্রামে এক অনুষ্ঠানে ওই সব সিপিএম কর্মীসমর্থকদের হাতে বিজেপির পতাকা তুলে দেন দলের জেলা সভাপতি দুধকুমার মণ্ডল, সহসভাপতি শুভাশিস চৌধুরী, দলের জেলা পর্যবেক্ষক শুভনারায়ণ সিংহ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় বিজেপির তেমন একটা সংগঠন ছিল না। তবু ২০১৩ সালে পঞ্চায়েত ভোটে গ্রাম থেকে বেশ কিছু ভোট পেয়েছিল বিজেপি। আর পঞ্চায়েত ভোটের পর লোকসভা নির্বাচনে গ্রামের অধিকাংশ মানুষ বিজেপিকে ভোট দিয়েছে বলে গ্রামবাসীদের দাবি। সিপিএম থেকে বিজেপিতে যোগদানকারী লালডাঙা গ্রামের বাসিন্দা তথা রামপুরহাট ১ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য ধর্মেন্দ্র মাহাতো, সিপিএমের নারায়ণপুর লোকাল কমিটির সদস্য নীলুধর মাহাতোরা বলেন, “দীর্ঘদিন থেকে সিপিএম করছি। আগে ওই দলের প্রতি মানুষের আস্থা ছিল। এখন আমাদের মতো নেতা কর্মীদের যেখানে ভরসা দিতে পারছে না সেখানে মানুষকে কীভাবে ভরসা দেবে। সে জন্য আমরা তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন প্রতিরোধ গড়ে তুলতে বর্তমানে বিজেপির আস্থা রাখছি।” সিপিএমের রামপুরহাট ১ জোনাল সম্পাদক গোলাম কুদ্দুস অবশ্য বলেন, ‘‘এ খবর আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখব।”