প্রিয়াঙ্কার মৃত্যুতে বরখাস্ত ৩ রুমমেট

মহারাষ্ট্রের জলগাঁওয়ে বেসরকারি মেডিক্যাল কলেজের হস্টেলে প্রিয়াঙ্কা মুখোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অভিযুক্ত তিন ডাক্তারি ছাত্রীকে কলেজ থেকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার ফোনে এ কথা জানান মহারাষ্ট্র ইউনিভার্সিটি অফ হেল্থ সায়েন্সেসের অধিকর্তা সন্দীপ বি গুন্দ্র।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পুরুলিয়া শেষ আপডেট: ২৮ মে ২০১৪ ০২:০২
Share:

মহারাষ্ট্রের জলগাঁওয়ে বেসরকারি মেডিক্যাল কলেজের হস্টেলে প্রিয়াঙ্কা মুখোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অভিযুক্ত তিন ডাক্তারি ছাত্রীকে কলেজ থেকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার ফোনে এ কথা জানান মহারাষ্ট্র ইউনিভার্সিটি অফ হেল্থ সায়েন্সেসের অধিকর্তা সন্দীপ বি গুন্দ্র।

Advertisement

মঙ্গলবার সন্দীপবাবুর সঙ্গে দেখা করেন, প্রিয়াঙ্কার বাবা, পুরুলিয়া সদর হাসপাতালে শল্য চিকিৎসক নয়ন মুখোপাধ্যায়। এ দিন জলগাঁও থেকে নয়নবাবু বলেন, “উনি গোটা বিষয়টি সম্পর্কেই অবগত। উনি আমাকে জানিয়েছেন, ঘটনায় অভিযুক্ত প্রিয়াঙ্কার রুমমেটদের কলেজ থেকে বরখাস্ত করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলাতির যে অভিযোগ আমরা করেছি, তারও তদন্ত হবে।” সন্দীপবাবু জানিয়েছেন, মৃত ডাক্তারি ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গড়া হয়েছে। অভিযোগের তদন্ত চলছে।

এ দিনই প্রিয়াঙ্কা মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবিতে রাজ্য সরকারের দ্বারস্থ হয়েছে ইন্ডিয়ান মেডিক্যল অ্যাসোসিয়েশন (আইএমএ)। সংগঠনের পুরুলিয়া জেলা শাখার পক্ষ থেকে মঙ্গলবার বিকেলে অতিরিক্ত জেলাশাসকের হাতে এই দাবিতে স্মারকলিপি তুলে দেওয়া হয়। আইএমএ-র পুরুলিয়া শাখার সম্পাদক পার্থ বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা চাই প্রিয়াঙ্কার মৃত্যুর ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক। ভিন্রাজ্যে পড়তে গিয়ে সে এ ভাবে র্যাগিংয়ের শিকার হয়ে আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হল। প্রশ্ন উঠেছে, তাহলে কী করছিল সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ‘অ্যান্টি র্যাগিং কমিটি’। দিনের পর দিন এক ছাত্রীর উপরে মানসিক নির্যাতন চলল, অথচ কমিটি তা টেরও পেল না! কলেজ কর্তৃপক্ষ দায়িত্ব এড়াতে পারেন না।” সংগঠনের আরও দাবি, অন্য রাজ্যে পশ্চিমবঙ্গের যে-সব ছেলেমেয়ে পড়ছে, তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্য সরকারকে তৎপর হতে হবে। আগামী দিনে কেন্দ্রীয় সরকারকেও তাঁরা একই দাবি জানাবেন বলে জানিয়েছেন পার্থবাবু।

Advertisement

এ দিন স্মারকলিপি দিতে যাওয়া চিকিৎসকদের দলে ছিলেন পুরুলিয়ার তৃণমূল সাংসদ, পেশায় চিকিৎসক মৃগাঙ্ক মাহাতোও। তিনি বলেন, “এই ঘটনা অত্যন্ত দুখঃজনক। অতিরিক্ত জেলাশাসক আমাদের বলেছেন, দিল্লিতে আমাদের রাজ্যের রেসিডেন্ট কমিশনারের কাছে আমাদের দাবি পাঠাবেন। তা ছাড়া আমি শপথ নেওযার পরে জলগাঁওয়ের সাংসদের কাছেও প্রিয়াঙ্কার মৃত্যুর ঘটনার নিরপেক্ষ তদন্ত করার অনুরোধ জানাব।”

অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সবুজবরণ সরকার জানান, তিনি চিকিৎসকদের দাবি রাজ্য স্বরাষ্ট্র দফতরে পাঠাবেন। অনুরোধ করা হবে, যাতে দফতরের পক্ষ থেকে মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দফতরের মাধ্যমে দাবিগুলি খতিয়ে দেখা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement