নেই পর্যাপ্ত শিক্ষক, বিক্ষোভ বাঁকুড়ার কলেজে

কলেজ চালু হয়েছে এক বছর। কিন্তু না আছে পর্যাপ্ত শিক্ষক, না আছে ল্যাবরেটরি, না আছে হোস্টেল, না আছে ক্যান্টিন। বাঁকুড়া থানার মানকানালিতে গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে এমনই নানা সমস্যার অভিযোগ তুলে সরব হলেন ছাত্রছাত্রীরা। মঙ্গলবার দ্বিতীয় বর্ষের পড়ুয়ারা ক্লাস বয়কট করে কলজে চত্বরে বিক্ষোভ দেখালেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বাঁকুড়া শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৪ ০১:৫৬
Share:

কলেজ চালু হয়েছে এক বছর। কিন্তু না আছে পর্যাপ্ত শিক্ষক, না আছে ল্যাবরেটরি, না আছে হোস্টেল, না আছে ক্যান্টিন। বাঁকুড়া থানার মানকানালিতে গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে এমনই নানা সমস্যার অভিযোগ তুলে সরব হলেন ছাত্রছাত্রীরা। মঙ্গলবার দ্বিতীয় বর্ষের পড়ুয়ারা ক্লাস বয়কট করে কলজে চত্বরে বিক্ষোভ দেখালেন।

Advertisement

কলেজ সূত্রের খবর, বর্তমানে এই কলেজে প্রথম ও দ্বিতীয় বর্ষের প্রায় শতাধিক পড়ুয়া রয়েছেন। এখন ইলেট্রিক্যাল ও মেকানিক্যাল পাঠ্যক্রম চালু রয়েছে। অথচ কলেজে প্র্যাকটিক্যাল ক্লাস করানোর পরিকাঠামো নেই। বিষ্ণুপুর কে জি ইঞ্জিনিয়ারিং কলেজে আপাতত পড়ুয়াদের প্র্যাকটিক্যালের ক্লাস করতে যেতে হচ্ছে। তার উপরে এই কলেজে স্থায়ী শিক্ষকের সংখ্যাও কম। কলেজের গ্রন্থাগারে নিয়মিত বই পাওয়া যায় না বলেও পড়ুয়াদের মধ্যে ক্ষোভ রয়েছে। এই ভাবেই এক বছরের উফরে কলেজ চলছে। অবিলম্বে পরিকাঠামোর উন্নতির দাবিতে দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা সকাল ১০টা থেকে বিক্ষোভ শুরু করেন।

ছাত্রছাত্রীদের ক্ষোভ, “অনেক আশা নিয়ে এই সরকারি কলেজে আমরা ভর্তি হয়েছিলাম। কিন্তু এখন দেখছি কোনও পরিকাঠামোই নেই। হোস্টেলও নেই। মোটা টাকা খরচ করে ঘরভাড়া নিয়ে থাকতে হয়। আগেও কলেজ কর্তৃপক্ষকে সমস্যা মেটানোর দাবি জানিয়েছিলাম। লাভ না হওয়ায় এ বার বিক্ষোভ দেখালাম।” কলেজের অধ্যক্ষ অরূপ ঘোষ বলেন, “সদ্য এই কলেজ চালু হয়েছে। আপাতত তিনজন স্থায়ী শিক্ষক রয়েছেন। প্রয়োজন অনুযায়ী বাইরে থেকে শিক্ষক এনে ক্লাস করানো হয়।” তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই মেকানিক্যাল বিভাগের প্র্যাকটিক্যাল ক্লাস করানোর ব্যবস্থা হয়েছে। শীঘ্রই কলেজে প্র্যাকটিক্যাল করানো শুরু হচ্ছে। ইলেকট্রিক্যাল বিভাগের প্র্যাকটিক্যালের যন্ত্রপাতি কেনার টেন্ডার করা হয়েছিল। সমস্যা হয়েছে। শীঘ্রই সব কেনা হবে। অন্য সমস্যাগুলিও ধাপেধাপে মেটানো হবে বলে তিনি জানান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement