ধানখেতে বধূর দেহ, সন্দেহ খুন

মাঠে ঘাস কাটতে যাওয়া এক বধূর মৃত্যু নিয়ে রহস্য ঘনিয়েছে ইঁদপুর থানার জুনবেদিয়া গ্রামে। মঙ্গলবার দুপুরের ঘটনা। নিহতের নাম দেবী সর্দার (৩২)। এ দিন দুপুরে বাড়ি থেকে কিছুটা দূরে জুনবেদিয়ার জঙ্গলে অর্ধনগ্ন অবস্থায় ওই বধূর দেহ পড়ে থাকতে দেখেন তাঁর স্বামী গৌর সর্দার। তাঁর কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ইঁদপুর শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৪ ০১:৫৯
Share:

মাঠে ঘাস কাটতে যাওয়া এক বধূর মৃত্যু নিয়ে রহস্য ঘনিয়েছে ইঁদপুর থানার জুনবেদিয়া গ্রামে। মঙ্গলবার দুপুরের ঘটনা। নিহতের নাম দেবী সর্দার (৩২)। এ দিন দুপুরে বাড়ি থেকে কিছুটা দূরে জুনবেদিয়ার জঙ্গলে অর্ধনগ্ন অবস্থায় ওই বধূর দেহ পড়ে থাকতে দেখেন তাঁর স্বামী গৌর সর্দার। তাঁর কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে।

Advertisement

ওই বধূকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে অভিযোগ তাঁর পরিবারের। ওই বধূর মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ওই বধূর গলায় একটা দাগ রয়েছে। তবে কী ভাবে মৃত্যু হয়েছে তা স্পষ্ট ভাবে এ দিন রাত পর্যন্ত পুলিশ জানাতে পারেনি। দেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর কারণ জানা যাবে।

জুনবেদিয়া গ্রামের বাসিন্দা গৌর সর্দার পেশায় ক্ষুদ্র চাষি। তাঁর এক মেয়ে ও দুই ছেলে রয়েছে। তিনজনের মধ্যে মেয়ে সুমিত্রা বড়। তার বয়স ১৩। দুই ছেলে ১০ বছরের কুলজিৎ ও ৭ বছরের পবন। নিহতের স্বামী গৌরবাবুর কথায়, “এ দিন সকালে কন্যাশ্রী প্রকল্পের জন্য মেয়েকে নিয়ে পাশের গ্রাম জোড়দাতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গিয়েছিলাম। দুপুর ১টা নাগাদ আমরা বাড়ি ফিরে এসে দেখি দেবী বাড়িতে নেই। আমরা যাওয়ার আগে দেবী জানিয়েছিল, সে গোরু ও ছাগলের জন্য মাঠে ঘাস কাটতে যাব। কিন্তু এতবেলা পর্যন্ত সে ফিরে না আসায় আমি গ্রামের পাশে মাঠে খুঁজতে যাই। সেখানে না পেয়ে পাশের জঙ্গল পথে ঝোপের মধ্যে অর্ধনগ্ন অবস্থায় তার দেহ পড়ে থাকতে দেখি।” তিনি বাড়ি ফিরে পড়শিদের খবর দেন। গ্রামবাসী সেখানে দৌড়ে যান। খবর পেয়ে ইঁদপুর থানার ওসি রাজীব পাল বাহিনী নিয়ে গিয়ে দেহটি উদ্ধার করেন। গ্রামবাসী পুলিশের কাছে তদন্ত করে দোষীকে গ্রেফতারের দাবি জানান। গৌরবাবুর দাদা নিতাই সর্দারের দাবি, “বাড়িতে কোনও অশান্তি ছিল না। অন্য দিনের মতো এ দিনও ভাইয়ের স্ত্রী ঘাস কাটতে গিয়েছিল। জঙ্গলের নির্জন রাস্তায় মনে হচ্ছে কেউ তাঁর উপর বলপ্রয়োগ করে খারাপ কিছু করার চেষ্টা করেছিল। বাধা দেওয়ায় তাঁকে খুন করা হয়েছে বলে মনে হচ্ছে।” বিমর্ষ গৌরবাবু বলেন, “দেবীকে খুন করা হয়েছে বলে আমাদের অনুমান। তবে কে বা কারা এমন কাণ্ড করল বুঝে উঠতে পারছি না। পুলিশ নিরপেক্ষ তদন্ত করে দোষীকে ধরুক এটাই চাইছি।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement