ট্রেন থামাতে মন্ত্রীকে চিঠি

আদ্রা ডিভিশনের ইন্দ্রবিল স্টেশনে গড়বেতা-হাতিয়া প্যাসেঞ্জার থামানোর দাবি খতিয়ে দেখবে রেলমন্ত্রক। এমনই জানিয়েছেন পুরুলিয়ার সাংসদ মৃগাঙ্ক মাহাতো। তিনি বলেন, ‘‘রেলমন্ত্রী সুরেশ প্রভু আমাকে চিঠি লিখে এই ট্রেনটি ইন্দ্রবিল স্টেশনে দাঁড় করানোর দাবি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৫ ০০:৫২
Share:

আদ্রা ডিভিশনের ইন্দ্রবিল স্টেশনে গড়বেতা-হাতিয়া প্যাসেঞ্জার থামানোর দাবি খতিয়ে দেখবে রেলমন্ত্রক। এমনই জানিয়েছেন পুরুলিয়ার সাংসদ মৃগাঙ্ক মাহাতো। তিনি বলেন, ‘‘রেলমন্ত্রী সুরেশ প্রভু আমাকে চিঠি লিখে এই ট্রেনটি ইন্দ্রবিল স্টেশনে দাঁড় করানোর দাবি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন।’’ আদ্রা ডিভিশনের আদ্রা-মেদিনীপুর শাখায় ইন্দ্রবিল স্টেশনে এই ট্রেনটি থামানো, স্টেশনের ফুট ওভারব্রিজের সম্প্রসারনের দাবি জানিয়ে একাধিকবার রেল কর্তৃপক্ষের কাছে চিঠি লিখেছেন এলাকার বাসিন্দারা। স্টেশনের দক্ষিণ প্রান্তে ফুট ওভারব্রিজ না থাকার ফলে যাত্রীদের প্রতিদিন কতটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে তাও জানিয়েছিলেন তাঁরা। সাংসদ জানিয়েছেন, স্টেশন সংলগ্ন গ্রামগুলির বাসিন্দাদের এই দু’টি অসুবিধার কথা জানিয়ে তিনি রেলমন্ত্রীকে চিঠি লিখেছিলেন। রেলমন্ত্রী তাঁকে বিবেচনার আশ্বাস দিয়েছেন। স্থানীয় বাসিন্দা তথা নিত্যযাত্রী সমিতির মুখপাত্র প্রবোধ মাহাতো বলেন, ‘‘যাত্রীদের আরও একটি দাবি রয়েছে— সকালের দিকে গোমো-খড়গপুর ট্রেনের পরে আদ্রা থেকে বাঁকুড়া বা মেদিনীপুরের দিকে যাওয়ার যাওয়ার কোনও ট্রেন নেই। এই সময়ে একটি ট্রেনের খুবই প্রয়োজন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement