রাইপুরে। ছবি: উমাকান্ত ধর
স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে সোমবার দিনভর নানা অনুষ্ঠান দুই জেলার বিভিন্ন প্রান্তে। এ দিন পুরুলিয়া জেলা যুব দফতরের উদ্যোগে মূল অনুষ্ঠানটি হয় পুরুলিয়া মানভূম ভিক্টোরিয়া ইন্সটিটিউশনে। সকালে পদযাত্রা, তারপরে বর্তমান যুবসমাজে স্বামীজির প্রাসঙ্গিকতা শীর্ষক আলোচনাচক্র হয়েছে। সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এ দিন বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাগৃহে বিবেকানন্দের শিক্ষাচিন্তার উপরে একটি স্লাইড-শো দেখানো হয়। স্বামীজির শিক্ষাচিন্তার উপরে আলোকপাত করেন উপাচার্য দীপকরঞ্জন মণ্ডল। পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠেও উদ্যাপিত হয় এই দিনটি। বিবেক বাহিনীর সদস্যদের মশাল দৌড়, বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করেন বিদ্যাপীঠের অধ্যক্ষ স্বামী জ্ঞানলোকানন্দ। বিদ্যাপীঠে স্বামীজির আবির্ভাব, তিথিপুজো, বেদপাঠ, মঙ্গলারতি হয়। স্বামীজির জীবন ও দর্শনের উপরে আলোকপাত করেন অধ্যক্ষ জ্ঞানলোকানন্দ।
কাশীপুরে পঞ্চায়েত সমিতির উদ্যোগে এদিনই স্থাপিত হয় স্বামীজির একটি আবক্ষ মূর্তি। উন্মোচন করেন বিধায়ক স্বপন বেলথরিয়া। অনুষ্ঠানে স্বামীজির দেশপ্রেমের উপরে আলোকপাত করেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের শিক্ষক স্বপন বন্দ্যোপাধ্যায়। রঘুনাথপুরে প্রয়াস ও বিবেকানন্দ পাঠচক্রের উদ্যোগে সকালে ক্ষুদিরাম পার্কে ও নতুন বাসস্ট্যান্ডে বিবেকানন্দের মূর্তির পাদদেশে অনুষ্ঠান হয়। রঘুনাথপুর সুধামণি স্মৃতি বিদ্যালয়ের উদ্যোগে যোগব্যায়াম, আলোচনাসভা এবং সাঁওতালডিহি থানার উদ্যাগে চক্ষু শিবির ও অনুষ্ঠান হয়েছে। অন্য দিকে, বড়জোড়া, মেজিয়া, সিমলাপাল, ওন্দা-সহ ১২ ব্লকে বিবেকানন্দের জীবন নিয়ে আলোচনাসভার আয়োজন করে ডিওয়াইএফ। রাইপুরেও বিবেকানন্দের আবক্ষ মূর্তির উন্মোচন হয়। বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে এলাকা প্রদক্ষিণ করা হয়। রাইপুর ব্লক অফিসের সামনে ছোট পার্কের মধ্যে বিবেকানন্দের আবক্ষ মূর্তির উন্মোচন করেন চারুচন্দ্র কলেজের প্রাক্তন অধ্যাপক শ্যামল চক্রবর্তী।