আজ সভা অভিষেকের

তিনি কবে পুরুলিয়ায় সভা করবেন তা নিয়ে ডিসেম্বর মাস জুড়ে কম টালবাহানা হয়নি। রীতিমতো পোস্টার সাঁটিয়ে, গ্রামে-গঞ্জে প্রচার চালিয়েও শেষ মুর্হূতে তা বাতিল করতে হয়েছিল। অবশেষে আজ শনিবার পুরুলিয়া শহরে সেই যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করতে আসছেন। ট্যাক্সিস্ট্যান্ডে মঞ্চ বাঁধার কাজ শুরু হয়ে গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পুরুলিয়া শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৪ ০০:৫১
Share:

চলছে মঞ্চ বাঁধার কাজ।—নিজস্ব চিত্র।

তিনি কবে পুরুলিয়ায় সভা করবেন তা নিয়ে ডিসেম্বর মাস জুড়ে কম টালবাহানা হয়নি। রীতিমতো পোস্টার সাঁটিয়ে, গ্রামে-গঞ্জে প্রচার চালিয়েও শেষ মুর্হূতে তা বাতিল করতে হয়েছিল। অবশেষে আজ শনিবার পুরুলিয়া শহরে সেই যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করতে আসছেন। ট্যাক্সিস্ট্যান্ডে মঞ্চ বাঁধার কাজ শুরু হয়ে গিয়েছে।

Advertisement

তৃণমূল সূত্রে খবর ২ ডিসেম্বর তৃণমূলের ‘যুবরাজ’ অভিষেক পুরুলিয়ায় সভা করতে আসছেন বলে পোস্টার পড়ে। পরে শোনা যায় তা বাতিল হয়েছে, ১৪ ডিসেম্বর সভা হবে। কিন্তু সে বার পোস্টার পড়েনি। পোস্টার পড়ে ২০ ডিসেম্বর তিনি সভা করতে আসছেন। প্রচারও শুরু হয়। কিন্তু শেষ মুর্হূতে দলের তরফে জানানো হয়, তিনি সভা বাতিল করেছেন। মুখ্যমন্ত্রী তখন দিল্লিতে গিয়েছিলেন। হতাশ হন দলের কর্মীরা। অনেকে বার বার দিন পিছিয়ে যাওয়ায় ক্ষোভও প্রকাশ করেন। তবে যুব তৃণমূলের রাজ্য সম্পাদক সুশান্ত মাহাতো এ দিন বলেন, “শনিবার পুরুলিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা হচ্ছে। এটা চূড়ান্ত।” গত ২৬ নভেম্বর এই ট্যাক্সি স্ট্যান্ডেই বিজেপি-র রাজ্য সভাপতি রাহুল সিংহ সভা করেছিলেন। সাম্প্রতিক অতীতে পুরুলিয়া শহরে বিজেপি-র সভায় অত লোক আগে দেখা যায়নি। তাই অভিষেককে দিয়ে পাল্টা সভা করাতে চেয়েছিলেন দলের কর্মীরাই।

কিন্তু ওই জায়গায় তাদের আগে পুলিশ সভা করার অনুমতি দেয়নি বলে অভিযোগ তুলে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে সিপিএম। দলের পুরুলিয়া জোনাল কমিটির সম্পাদক কৌশিক মজুমদার বলেন, “শনিবার শহরের ট্যাক্সি স্ট্যান্ডে তৃণমূলের একটি সভা হচ্ছে। অথচ গত ৬ ডিসেম্বর পুলিশ বামফ্রন্টকে সাম্প্রদায়িক সম্প্রীতি দিবস পালনের সভা করার অনুমতি দেয়নি। এ তো পুলিশের পক্ষপাতিত্বেরই আরও এক নজির।” যদিও সে দিন অনুমতি না পেলেও ট্যাক্সিস্ট্যান্ডেই বামফ্রন্ট সভা করেছিল। জেলা পুলিশের ডিএসপি কুন্তল বন্দ্যোপাধ্যায় বলেন, “ট্যাক্সিস্ট্যান্ডে সভা তো নিষিদ্ধ করা হয়নি। অনেকেই তো সভা করছে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement