৩০ হাজার টাকার খুচরো হাতে গৌরহরি। —নিজস্ব চিত্র
খুচরো নোটের আকাল চার দিকে নিয়ে যখন হা হুতাশ, ঠিক তখন ব্যতিক্রমী পদক্ষেপ করলেন এক যুবক। ৫০ ও ১০০ টাকার নোটে নিজের জমানো তিরিশ হাজার টাকা সোজা ব্যাঙ্কে জমা দিলেন। তাঁর আশা, কিছু মানুষ অন্তত ব্যাঙ্ক থেকে ওই খুচরো নোট পাবেন। মঙ্গলবার বেলা পৌনে ১২টা নাগাদ ঘটনাটি ঘটল সিউড়ির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায়। যিনি জমা দিলেন, সেই গৌরহরি চক্রবর্তী সাদাইপুর থানার চিনপাই গ্রামের বাসিন্দা। পেশায় জীবন বিমার এজেন্ট। কেন এমন সিদ্ধান্ত? গৌরহরি বলছেন, ‘‘ব্যঙ্ক-ডাকঘর থেকে পাওয়া দু’হাজার টাকার নোট সাধারণ মানুষের সমস্যা বাড়িয়ে দিয়েছে। কে ভাঙিয়ে দেবে? খুব খারাপ লাগছিল। যদি কিছু করা যায়।’’ বর্তমানে ভাড়াবাড়িতে থাকেন গৌরহরি। তিল তিল করে টাকা জমাচ্ছেন নিজের বাড়ি বানাবেন বলে। তারই কিছু টাকা ছিল এই ৫০ ও ১০০ টাকার নোটে। ‘‘আমি নিজেই যদি টাকা বদলে দিতে থাকি, প্রশ্ন উঠতে পারে। তাই ব্যাঙ্কের কাছেই জমা দিলাম।’’—বলছেন তিনি।