এলাকা থেকে বারবার সাইকেল চুরির অভিযোগ ছিল। সোমবার ফের সাইকেল চুরির খবর ছড়াতেই উত্তেজিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দাদের একাংশ। অভিযোগ, তাঁরাই এক যুবককে ধাওয়া করে ধরে মারধর করল। সোমবার সকালে বোলপুর থানা এলাকার শ্রীনিকেতনের ঘটনা। পরে পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়। আইন নিজের হাতে নিয়ে গণপিটুনির ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার না করলেও ওই যুবককে আটক করেছে। পুলিশের দাবি, ঘটনার তদন্ত শুরু হয়েছে। শ্রীনিকেতনের রথীন্দ্রপল্লির বাসিন্দা সুষেন মণ্ডলের বাড়ি থেকে একটি সাইকেল চুরি যায়। সুষেনবাবুর দাবি, ‘‘স্থানীয় মহিদাপুরের ওই যুবক ওই সাইকেল নিয়ে দ্রুত পালিয়েছে। ঘটনার খবর চাউর হওয়া মাত্রেই যুবকের খোঁজ পড়ে। লাগোয়া জামবুনি এলাকা থেকে তাকে পাকড়াও করেন স্থানীয় বাসিন্দারা।’’ তাঁর দাবি, স্থানীয়দের মারধরের পরে ওই এলাকায় তিনটি সাইকেল চুরি কথা স্বীকার করেছে ওই যুবক। স্থানীয়রা তাঁকে শ্রীনিকেতন বাজার লাগোয়া এলাকায় আটকে রেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে যুবককে উদ্ধার করে। স্থানীয়দের দাবি, কম করে এই এলাকায় মোট সাতটি সাইকেল চুরি গিয়েছে। ওই সাতটির পাশাপাশি আরও সাইকেল চুরির সঙ্গে যুবক জড়িত বলে বাসিন্দাদের অভিযোগ।