প্রতীকী ছবি
মাত্র ৪ ঘণ্টার মধ্যে মিলল স্বাস্থ্যসাথী কার্ড। তার পর সেই কার্ডের দৌলতেই শুরু হল অস্ত্রোপচার। বীরভূমের রামপুরহাটে দুয়ারে সরকার কর্মসূচির কারণে হাসি ফুটল দুঃস্থ এক দিনমজুরের পরিবারের মুখে। পা ফিরে পেল একরত্তি শিশু।
রামপুরহাটের বনহাট অঞ্চলের বছর তিনেকের একটি শিশু খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে গুরুতর ভাবে আহত হয়। ঘটনার পরেই দ্রুত তাকে আনা হয় রামপুরহাট মেডিক্যাল কলেজে। কিন্ত সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় বর্ধমান মেডিক্যাল কলেজে৷ পরে পরিবারের লোকজন তাকে স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করে। ওই নার্সিংহোমের পক্ষ থেকে জানানো হয়, দ্রুত শিশুটির পায়ে একটি জটিল অস্ত্রোপচার করতে হবে। চিন্তায় পড়ে যায় পরিবার।
এর পরেই পরিবারের লোকজন তৃণমূলের অঞ্চল প্রধানের সঙ্গে যোগাযোগ করেন। তড়িঘড়ি ঊর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন অঞ্চল প্রধান৷ ৪ ঘন্টার মধ্যে তার স্বাস্থ্যসাথী কার্ড বানানো হয়। এর পর নার্সিংহোমেই অস্ত্রোপচার হয় শিশুটির৷
পরে নার্সিংহোমে গিয়ে পরিবার ও শিশুটির সঙ্গে দেখা করে আসেন ওই অঞ্চল প্রধান জহুরুল ইসলাম ও পঞ্চায়েত সমিতির সদস্য পান্থ দাস৷ পরে পান্থ বলেন, ‘‘প্রধান আমাদের সঙ্গে যোগাযোগ করায় দ্রুত ওই কার্ডের ব্যাবস্থা করতে পেরেছি৷ স্বাস্থ্যসাথী কার্ডের জন্যই শিশুটি পা ফিরে পেল। এ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য৷’’
শিশুটির বাবা পেশায় দিনমজুর রাজকুমার দে-ও ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে। তিনি বলেন, ‘‘আজকার্ড পেয়ে বাচ্চাটার অপারেশন করাতে পারলাম। আমি দিনমজুর আমার এই টাকা জোগাড় করার ক্ষমতা ছিল না।’
আরও পড়ুন: মালদহে মুখোমুখি ‘চায়ে পে চর্চা’ বিজেপি এবং তৃণমূলের
আরও পড়ুন: এ বার সুদীপ্ত সেনের ২১ পাতার চিঠি নিয়ে হাজির কুণাল ঘোষ