ভাইরাল ভিডিয়োয় এ ছবিই দেখা গিয়েছে। —নিজস্ব চিত্র।
স্কুল চত্বরের ভিতরে দাঁড়িয়েই মদ্যপান করছেন এক দল ছাত্র-ছাত্রী। তা নিয়ে নিজেদের মধ্যে চলছে হাসিঠাট্টা। পড়ুয়াদের কয়েক জন আবার মোবাইলে মদ্যপান করার ভিডিয়ো তুলছেন। ৬ অগস্ট উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণার দিন এমন কাণ্ড করেছেন বীরভূমের নলহাটির নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প়ড়ুয়ারা। তাঁদের সেই কীর্তির ভিডিয়ো ভাইরাল হতেই অভিভাবকদের প্রশ্নের মুখে পড়েছেন ওই স্কুল কর্তৃপক্ষ। যদিও এ নিয়ে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন তাঁরা।
স্থানীয় সূত্রে খবর, ৬ অগস্ট উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জানার জন্য নোয়াপাড়ার ওই স্কুলে সকাল থেকে জড়ো হয়েছিলেন ছাত্র-ছাত্রীরা। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, স্কুল চত্বরের ভিতরে শৌচালয়ের পিছনের দিকে খোলা জায়গায় দাঁড়িয়ে কয়েক জন ছাত্র-ছাত্রী মদ্যপান করছেন। ভিডিয়ো দেখার পর তার সত্যতা স্বীকার করেছেন স্কুল কর্তৃপক্ষ। তাঁদের দাবি, ওই পড়ুয়ারা সকলেই চলতি বছরে ওই স্কুল থেকে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীব দাস বলেন, ‘‘৬ তারিখ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ছিল। এটি সে দিনের ঘটনা বলে জানতে পেরেছি। ইতিমধ্যেই এ নিয়ে স্কুল কমিটির সঙ্গে বৈঠক হয়েছে।’’ যদিও তাঁর পাল্টা প্রশ্ন, ‘‘স্কুলের পিছন দিকে কেউ যদি এমন কাণ্ড করে, তবে কী ভাবে নজরদারি চালানো সম্ভব?’’
গোটা ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষুব্ধ অভিভাবকেরা। এ বিষয়ে কী পদক্ষেপ করা হয়েছে, তা জানতে চেয়েছেন তাঁরা। যদিও প্রধান শিক্ষক বলেন, ‘‘ওই ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের ডেকে পাঠানো হয়েছে। কয়েক দিনের মধ্যেই তাঁদের সঙ্গে বসে কথা বলা হবে। এমন ঘটনা ফের যাতে না ঘটে, তা দেখতে স্কুলের সমস্ত শিক্ষক-শিক্ষিকাকেও নির্দেশ দেওয়া হয়েছে।’’
স্কুল কর্তৃপক্ষের আশ্বাস সত্ত্বেও অভিভাবকদের প্রশ্ন— মদের বোতল নিয়ে কী ভাবে স্কুলের ভিতরে ঢুকলেন পড়ুয়ারা? স্কুলের ভিতরে মদ্যপান করতেই বা সাহস হয় কী ভাবে? যদিও গোটা ঘটনা নিয়ে কড়া পদক্ষেপ করার কথা বলেছেন স্কুল কর্তৃপক্ষ।