আজ পর্যটন উৎসব শুরু বোলপুরে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য পর্যটন দফতরের উদ্যোগে শুক্রবার রাজ্যের চারটি জায়গায় শুরু হচ্ছে পর্যটন উৎসব। কল্যাণী, নৈহাটি, দিঘার সঙ্গে বোলপুরও রয়েছে সেই তালিকায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বোলপুর শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৮ ০২:৫৬
Share:

উৎসবের প্রস্তুতি।

পর্যটন উৎসব শুরু হচ্ছে বোলপুরে। আজ, শুক্রবার বিকেল পাঁচটায় বোলপুরের ডাকবাংলো ময়দানে এই উৎসবের উদ্বোধন হবে। জেলার বিভিন্ন অংশের ভ্রমণপ্রেমী মানুষদের জন্য থাকছে স্পট বুকিং এবং বুকিংয়ের উপরে ছাড়ের ব্যবস্থা। তিন দিনের এই উৎসবে রোজই স্থানীয় শিল্পী ও কলকাতা থেকে আসা শিল্পীদের অনুষ্ঠানের আয়োজন করেছেন উদ্যোক্তারা।

Advertisement

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য পর্যটন দফতরের উদ্যোগে শুক্রবার রাজ্যের চারটি জায়গায় শুরু হচ্ছে পর্যটন উৎসব। কল্যাণী, নৈহাটি, দিঘার সঙ্গে বোলপুরও রয়েছে সেই তালিকায়। কলকাতা সংলগ্ন এলাকা থেকে প্রায় ১২টি ট্যুর অপারেটর সংস্থা পর্যটন উৎসবে যোগ দিচ্ছে। থাকছে জেলার ট্র্যাভেল এজেন্সিগুলিও। রাজ্য পর্যটন দফতর-সহ আরও কিছু সরকারি দফতরের স্টল থাকবে। ভ্রমণ সংস্থাগুলির স্টল থেকে স্পট বুকিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

জেলা পর্যটন উৎসব উপলক্ষে পশ্চিমবঙ্গের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলির চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। যেগুলি ইতিমধ্যেই পর্যটনকেন্দ্র হিসাবে জনপ্রিয়তা পেয়েছে এবং যে-সব জায়গার অদূর ভবিষ্যতে পর্যটনকেন্দ্র হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সমস্ত জায়গার ছবির প্রদর্শনী ও প্রতিযোগিতা থাকছে।

Advertisement

এ ছাড়াও কাল, শনিবার এবং পরদিন, রবিবার বিকেল ৩টে থেকে থাকছে প্রশ্নোত্তর প্রতিযোগিতা। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, কুইজ প্রতিযোগিতার জন্য প্রতিটি দল হবে তিন সদস্যের। তাঁদের মধ্যে এক জনকে অবশ্যই স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া হতে হবে। প্রতিটি দল এই দু’দিনের মধ্যে যে কোনও এক দিনই প্রতিযোগিতায় যোগ দিতে পারবে। প্রতিযোগিতার দিন দুপুর ২টো নাগাদ ডাকবাংলো ময়দানে নাম জমা দেওয়ার জন্য উপস্থিত থাকার আর্জি জানিয়েছেন উদ্যোক্তারা।

এ ছাড়া তিন দিনই থাকছে বিভিন্ন অনুষ্ঠান। কলকাতার একাধিক শিল্পী সঙ্গীত পরিবেশনের জন্য আমন্ত্রিত হয়েছেন। লোকপ্রসার প্রকল্পের প্রসারের উদ্যোগে থাকছে রাভা নৃত্য, নাটুয়া, ছৌনৃত্যের মতো লোকনাচের অনুষ্ঠান। এ ছাড়াও স্থানীয় শিল্পীদের মুখোশ নৃত্য, রায়বেঁশে, বাউল গান, সমবেত আবৃত্তির অনুষ্ঠান থাকছে রোজই।

এই পর্যটন উৎসবের নোডাল অফিসার বোলপুরের মহকুমাশাসক অভ্ৰ অধিকারী। তিনি বলেন, ‘‘পর্যটনের দিক থেকে গুরুত্বপূর্ণ জায়গার তালিকায় বোলপুরের নাম থাকায় আমরা খুশি। তিন দিনের এই উৎসব যাতে সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়, সেই চেষ্টা করা হবে।’’ পর্যটন উৎসবের খবর ছড়িয়ে পড়তে উৎসাহ জেগেছে বোলপুরের সাধারণ মানুষের মধ্যে। তাঁদের কথায়, ‘‘পর্যটন নিয়ে অনেক জিজ্ঞাসা থেকে যায়। আশা করছি, কিছুটা হলেও উত্তর মিলবে।’’ অবসরপ্রাপ্ত শিক্ষিকা বনলতা আচার্য বলেন, ‘‘উৎসবের মধ্যে অনুষ্ঠান খুবই ভাল উদ্যোগ। আমাদের মতো মানুষদের সময় কাটতে চায় না। রোজই যাব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement