তৃণমূলের বিরুদ্ধে নলকূপ ভাঙার অভিযোগ বিজেপি। — নিজস্ব চিত্র।
গ্রামের পানীয় জলের নলকূপ ভেঙে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, পঞ্চায়েতে হেরে গিয়েই এই কাণ্ড করেছে তৃণমূল। বীরভূমের রামপুরহাট-১ ব্লকের আয়াস গ্রাম পঞ্চায়েতের বেলেবাড়ি গ্রামের দু’টি পঞ্চায়েতে হেরে গিয়েছে তৃণমূল। তার পরেই এই অভিযোগ উঠেছে। তৃণমূলের পাল্টা দাবি, বিজেপি কুৎসা রটাচ্ছে তাদের বিরুদ্ধে।
নলকূপ ভাঙায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। স্থানীয় বিজেপি প্রার্থীর স্বামী বিবেকানন্দ মণ্ডলের অভিযোগ, বেলেবাড়ি সংসদের দু’টি আসনেই বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছেন। সেই ‘আক্রোশে’ গ্রামের নলকূপ ভেঙে দেওয়া হয়েছে। তাঁর কথায়, ‘‘বিজেপির ওয়ার্ড। বিজেপি জিতেছে। রাতে ভাঙা হয়েছে টিউবওয়েল। তৃণমূলই ভেঙেছে। ওরা যদি মনে করে, কল ভেঙে সব কেড়ে নেবে, হবে না। মানুষ পানীয় জল পাচ্ছেন না।’’ নলকূপ ভাঙার পাশাপাশি মোটর চালানোর সাবমার্সিবল চালানোর বৈদ্যুতিক তারও ছিঁড়ে দেওয়া হয়েছে। মধু বারুই নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘‘ভোরবেলা এসে দেখি তার কাটা। কারা কেটেছে জানি না।’’
অভিযোগ যদিও উড়িয়ে দিয়েছে তৃণমূল। ৫৭ নম্বর বুথের তৃণমূল প্রার্থী কুন্তীবালা লেটের ছেলে কার্তিক লেট বলেন, ‘‘বিজেপি সারা রাজ্যের মানুষকে জানাতে চায় যে, আয়াস পঞ্চায়েতে বেলেবাড়ির ৫৬ এবং ৫৭ নম্বর পঞ্চায়েত ওরা জিতেছে। ওরা চাইছে গ্রামে পুলিশ নিরাপত্তা দিক। ‘হাইলাইট’ হোক গ্রাম। সে কারণে কুৎসা রটাচ্ছে।’’ তাঁর আরও সংযোজন, ‘‘আমাদের কোনও কর্মী এর সঙ্গে জড়িত নন। মানুষের রায় যা হবে, মাথা পেতে নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় শেখায়, গড়ো, কিন্তু ভেঙো না। ওঁরা সমবেদনা পাওয়ার জন্য কুৎসা রটাচ্ছেন।’’