নিজস্ব চিত্র।
বাড়ির ভিতরে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মধ্যাহ্নভোজন করছেন। ঠিক সেই সময়েই বাড়ির বাইরে বিক্ষোভ দেখালেন তৃণমূলের লোকজন। বৃহস্পতিবার দুপুরে বাঁকুড়ার বিষ্ণুপুরের ঘটনা। তবে এর সঙ্গে রাজনীতি নেই বলে জানিয়েছেন বিক্ষোভে থাকা তৃণমূলের নেতারা। একই দাবি ওই পরিবারেরও। বিক্ষোভে যে অভিযোগ তোলা হয়েছে, তা-ও অস্বীকার করেছে ওই পরিবার।
এ দিন দুপুরে বিষ্ণুপুরে কর্মিসভা সারার পরে শহরের ৪ নম্বর ওয়ার্ডের হাড়িঘাট এলাকায় দিলীপবাবু এক ব্যক্তির বাড়িতে মধ্যাহ্নভোজে যান। সেখানে বিক্ষোভ দেখাতে যান তৃণমূলের দুই বিদায়ী কাউন্সিলর দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় ও শ্রীকান্ত বন্দ্যোপাধ্যায়।
দিব্যেন্দুবাবুর অভিযোগ, ‘‘দিলীপবাবু যাঁর বাগানবাড়িতে এসেছেন, তিনি দীর্ঘদিন ধরে এলাকার কয়েকজনকে প্রতারিত করে ওই জায়গা দখল করে রেখেছেন। সে কথা দিলীপবাবুকে জানাতেই আমরা এসেছি।’’ পরে তাঁরা পুলিশকর্মীদের মাধ্যমে দিলীপবাবুর কাছে সে ব্যাপারে অভিযোগপত্র পাঠান। যদিও দিলীপবাবু বিকেলে বাঁকুড়ায় দাবি করেন, ‘‘বিষ্ণুপুরে কোনও বিক্ষোভ হয়েছে কি না, জানি না। হাতি বাজারে ঢুকলে অনেকেই ঘেউ ঘেউ করে।’’
ওই পরিবারের তরফে মিলিন্দ মহুল ঘোষ রাতে েটলিফোনে দাবি করেন, ‘‘বাইরে কী ঘটেছে জানি না। তবে এটা আমাদের নিজস্ব সম্পত্তি। আইনত কোনও জটিলতা নেই।’’
বিজেপির বিষ্ণুপুর নগর মণ্ডল সভাপতি উত্তম সরকারের দাবি, ‘‘তৃণমূলের কিছু নেতা কয়েকজন মহিলাকে এনে বিক্ষোভ দেখানোর তোড়জোড় করেছিলেন। পুলিশ জানতে পেরে তাঁদের সরিয়ে দেয়।’’
উচ্চমাধ্যমিকের ফলাফল সম্পর্কিত যাবতীয় আপডেট পেতে রেজিস্টার করুন এখানে