দল থেকে সদ্য বহিষ্কৃত বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে এ বার পাত্রসায়র থেকে চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ তুললেন তৃণমূল নেতৃত্ব। ব্রিগেড সমাবেশের সমর্থনে রবিবার পাত্রসায়র থানা লাগোয়া মাঠে সভা করে তৃণমূল। সেখানে পাত্রসায়র ব্লক যুব তৃণমূল সভাপতি সুব্রত দত্ত ওরফে গোপে অভিযোগ করেন, ‘‘সৌমিত্র খাঁ পাত্রসায়রের বেশ কিছু ছেলেদের কাছে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে টাকা নিয়েছে।’’
সাংসদের বিরুদ্ধে ইতিমধ্যেই বড়জোড়া থানায় একটি প্রতারণার অভিযোগের তদন্ত শুরু হয়েছে। সৌমিত্র অবশ্য বড়জোড়ার অভিযোগ আগেই অস্বীকার করেছিলেন। এ দিন তিনি দাবি করেন, ‘‘গোপের বিরুদ্ধেই কত অভিযোগ রয়েছে। নিজের এলাকার মানুষের কাছেই যার গ্রহণযোগ্যতা নেই, সে আমার বিরুদ্ধে কী বলল, তা আমি গুরুত্ব দিই না।’’