পুলিশ-প্রশাসনের নজরদারি নেই। তাই অবাধেই বেআইনি ভাবে রাস্তার উপরে বিছোনো হয়েছিল খড়। আর সেই খড় চাকায় জড়িয়ে ভ্যান উল্টে মৃত্যু হল এক যুবকের।
রবিবার দুপুরে এই মর্মান্তির দুর্ঘটনাটি ঘটেছে মাড়গ্রাম থানার একডালা থেকে ভোল্লা ক্যানাল মোড় যাওয়ার পথে। পুলিশ জানায়, মৃত যুবকের নাম চাঁদ দাস (২২)। বাড়ি একডালা গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন একটি যন্ত্র চালিত ভ্যানে চেপে ওই যুবক ভোল্লা ক্যানাল মোড়ে আসছিলেন। পথে বাগানপাড়ার কাছে ভ্যানটির চাকায় খড় জড়িয়ে যায়। তাতেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ভ্যানটি রাস্তার ধারে উল্টে যায়। তার তলায় চাপা পড়েন চাঁদ। মারাত্মক জখম অবস্থায় ওই যুবককে রামপুরহাট মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক অবশ্য তাঁকে মৃত বলে জানান। ঘটনায় ভ্যান চালক এবং আরও এক যাত্রীও আহত হয়েছেন।
অন্য দিকে, শনিবার দুপুরে মুরারই–রঘুনাথগঞ্জ রাস্তায় দু’টি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় ক্ষতিপূরণের দাবিতে রবিবার সকালে রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। পরে এলাকায় পুলিশ গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলে অবরোধ উঠে যায়।